ঈদে হাসান জাহাঙ্গীর-মৌসুমীর চমক
ঈদ মানেই হাসান জাহাঙ্গীরের নাটকের ধামাকা। জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি ঈদে তিনি তৈরি করেন একাধিক নাটক ও টেলিফিল্ম। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন তিনটি বিশেষ চমক। প্রথমটি হলো ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও হাসান জাহাঙ্গীর জুটির প্রথম ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট বিয়ে’, যা ২০২৩ সালে আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।
দ্বিতীয় চমক হিসেবে নিয়ে আসছেন আমেরিকার বাংলা কমিউনিটির পরিচিত মুখ ও ব্যবসায়ী আকাশ রহমানের অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ‘পিএস চাই সুন্দরী’ নামক টেলিছবিতে। যেখানে তাদের সঙ্গে ছিলেন হাসান জাহাঙ্গীর। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।
মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।
আকাশ রহমান বলেন, ‘মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার স্বপ্নের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি।
তৃতীয় চমক হিসেবে ঈদে প্রচারিত হবে হাসান জাহাঙ্গীরের কয়েকটি নাটক। তার মধ্যে রয়েছে ‘অকর্মা’, ‘ডিসকাউন্ট’, ‘নায়িকার মা’, ‘অবলা’ ও ‘নকল হানিমুন’। এসব নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
এমএসএম / এমএসএম
টাকা ফেরতের চাপ, আদালতে যাওয়ার ইঙ্গিত তিশার
এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ
চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
রুক্মিণীর জন্য পাত্র চেয়ে পোস্টার, শহরজুড়ে কৌতূহল!
দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’
আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়
শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
‘হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমি থেমে যাইনি’