ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ঈদে হাসান জাহাঙ্গীর-মৌসুমীর চমক


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ২:১৬

ঈদ মানেই হাসান জাহাঙ্গীরের নাটকের ধামাকা। জনপ্রিয় তারকাদের নিয়ে প্রতি ঈদে তিনি তৈরি করেন একাধিক নাটক ও টেলিফিল্ম। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন তিনটি বিশেষ চমক। প্রথমটি হলো  ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও হাসান জাহাঙ্গীর জুটির প্রথম ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট বিয়ে’, যা ২০২৩ সালে আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়।

দ্বিতীয় চমক হিসেবে নিয়ে আসছেন আমেরিকার বাংলা কমিউনিটির পরিচিত মুখ ও ব্যবসায়ী আকাশ রহমানের অভিনয়। তিনি জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ‘পিএস চাই সুন্দরী’ নামক টেলিছবিতে। যেখানে তাদের সঙ্গে ছিলেন হাসান জাহাঙ্গীর। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।
মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।

আকাশ রহমান বলেন, ‘মৌসুমী ম্যাডাম আমার বিপরীতে অভিনয় করেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আমার স্বপ্নের নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি।

তৃতীয় চমক হিসেবে ঈদে প্রচারিত হবে হাসান জাহাঙ্গীরের কয়েকটি নাটক। তার মধ্যে রয়েছে ‘অকর্মা’, ‘ডিসকাউন্ট’, ‘নায়িকার মা’, ‘অবলা’ ও ‘নকল হানিমুন’। এসব নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, চিত্রলেখা গুহসহ জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

এমএসএম / এমএসএম

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা