‘দর্শকরা এমন কিছু পেতে যাচ্ছেন, যা আগে ভাবেননি’
আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। গতকাল সন্ধ্যায় সিরিজটির ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকে রীতিমত প্রশংসায় ভাসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে চলছে রীতিমত তোলপাড়।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ওটিটি প্লাটফর্ম চরকি’তে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, ফারহান আহমেদ জোভান, ফারজানা রিক্তা প্রমুখ।
গল্পে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। তাকে দেখা যাবে একজন সাব ইন্সপেক্টরের চরিত্রে। তিনি বলেন, এখন পর্যন্ত দর্শক সাড়া বেশ ভালো। সবাই বেশ আগ্রহ নিয়ে দেখছেন ট্রেলারটি এবং কাজটির অপেক্ষায় আছেন। আমি বলবো, খুবই সুন্দর একটা কাজ হয়েছে। এখানে যারাই অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণ পারফর্মার। দর্শকরা হতাশ হবেন না।
তিনি আরও বলেন, সিনেমার বাইরে অনেক কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু করা হয়নি। কিন্তু এই কাজের প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারিনি। গল্প শুনেই আমি এক কথায় হ্যাঁ বলে দেই, এই কাজটি আমাকে করতে হবে। আর শিহাব শাহীন ভাই আমার ভীষণ পছন্দের একজন মানুষ যিনি আমাকে সবসময় নানাভাবে সাপোর্ট করেন। যার কাছে আমি অনেক কিছু শিখেছি, এখনও শিখি। উনার কাজ সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, সেটা দর্শকরাই ভালো জানেন। উনার সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।
এছাড়াও এই টিমে আমার কাছের অনেক মানুষজনই আছেন নিশো ভাই, জোভান, মাহি, রিক্তা; সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। শুধু এটুকুই বলবো, দর্শকরা এমন কিছু পেতে যাচ্ছেন, যা এর আগে ভাবে নি।
প্রীতি / জামান
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর
বক্স অফিসে ‘থামা’র আয় কত?
এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা
লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী