ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ঈদে আসছে প্রিয়া অনন্যা-তন্ময় সাবির 'ধোকা'


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ৩-৬-২০২৫ রাত ১০:৪২

আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হলো 'ধোকা' শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্লাবন কুরাইশী। সঙ্গীত আয়োজন করেছেন তরিক আল ইসলাম। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী জয়। মডেল হিসাবে ছিলেন - প্রিয়া অনন্যা,তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন।গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও,তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

কণ্ঠশিল্পী জয় বলেন, প্রতিটা শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই।করোনা কালীন সময়ের পরে আমি 'ধোকা' শিরোনামে গানটি করলাম। যখন গানটি ভয়েস দেই স্টুডিওতে তখন সংগীত প্রিয় মানুষ গুলো গানটি শুনে প্রসংশা করেন। আশা করছি গানটি দর্শক প্রিয়তা পাবে।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন,বরাবরই গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। নিজেকে গান্টির মাধ্যমে আরো ফুটিয়ে তুলতে পেরেছি।গানের প্রতিটা জিনিস আমার পছন্দের বেশ মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবে। 'ধোকা' শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম।মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিলো।কন্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুবি ভালো লাগবে দর্শকের ।

এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। । বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, 'ধোকা' এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।'ধোকা' গানটি ঈদে মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।

এমএসএম / এমএসএম