ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

"সিউল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল" এ এশা ও তার দল


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১৬-৬-২০২৫ বিকাল ৫:৩৯

রুবাইয়া এশা যিনি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও মূকাভিনয়শিল্পী। ক্যারিয়ারের অল্প সময়েই কাজ করেছেন দেশের গুণী নাট্যনির্মাতাদের সঙ্গে। বর্তমানে সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পাড় করছেন এই অভিনেত্রী। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন তিনি। দক্ষিণ কোরিয়ায় "সিউল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল ২০২৫" এ মূকাভিনয় নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে রুবাইয়া এশা ও তার দল।রুবাইয়া এশা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন এর সাথে যুক্ত বেশ লম্বা সময় থেকেই।

এবার তিনি তার এই মূকাভিনয় এর আলোকে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে অংশ নিয়েছেন "ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল ২০২৫" যা অনুষ্ঠিত হচ্ছে সিউল দক্ষিণ কোরিয়ায়।

এশা জানান, 'জুন মাস ব্যাপী এই ফেস্টিভ্যাল এ আরও অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত গুনী শিল্পীগণ।'তিনি আরো বলেন, 'মূকাভিনয় এর ভাষায় কখনো হয়েছেন বিদ্রোহী নারী, কখনো যোগ্য কন্যা, কখনো তুলে ধরেছেন সামাজিক অরাজকতা শাসন-শোষণ এর চিত্র, কখনো হয়েছেন অসহায়ত্বের প্রতীক, সচেতনতা মূলক কাজ করেছেন সূচনা লগ্ন থেকেই। বিশ্বের দরবারে সেটাই তুলে ধরার মূল লক্ষ্য। দেশের সম্মান বয়ে আনতে কাজ করে যাবো।'

অভিনয় প্রসঙ্গে এশা বলেন,'ভালোলাগা থেকে অভিনয় শুরু করলেও এখন তার কাছে ভালোবাসায় রুপ নিয়েছে অভিনয়। রুবাইয়া এশা বলেন, ‘অভিনয় আমার প্রাণের খোরাক, প্রাণ না থাকলে যেমন মানুষ বাঁচে না তেমনি অভিনয় ছাড়া আমি প্রাণহীন দেহের মতন। অভিনয় আমার আত্মাকে স্পর্শ করে। যখন যে চরিত্রে কাজ করি হৃদয়ে ধারণ করি এবং ব্যক্তি এশা তখন সেই চরিত্র হয়ে ওঠে।’

প্রসঙ্গত, এবছর সেলেব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন এশা। তাছাড়াও এবারের ঈদে তার অভিনীত 'কাস্টিং আউচ' ও 'মন জানালা' প্রচার হয়।

এমএসএম / এমএসএম

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা