"সিউল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল" এ এশা ও তার দল
রুবাইয়া এশা যিনি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও মূকাভিনয়শিল্পী। ক্যারিয়ারের অল্প সময়েই কাজ করেছেন দেশের গুণী নাট্যনির্মাতাদের সঙ্গে। বর্তমানে সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় পাড় করছেন এই অভিনেত্রী। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন তিনি। দক্ষিণ কোরিয়ায় "সিউল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল ২০২৫" এ মূকাভিনয় নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে রুবাইয়া এশা ও তার দল।রুবাইয়া এশা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম এ্যাকশন এর সাথে যুক্ত বেশ লম্বা সময় থেকেই।
এবার তিনি তার এই মূকাভিনয় এর আলোকে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে অংশ নিয়েছেন "ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল ২০২৫" যা অনুষ্ঠিত হচ্ছে সিউল দক্ষিণ কোরিয়ায়।
এশা জানান, 'জুন মাস ব্যাপী এই ফেস্টিভ্যাল এ আরও অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত গুনী শিল্পীগণ।'তিনি আরো বলেন, 'মূকাভিনয় এর ভাষায় কখনো হয়েছেন বিদ্রোহী নারী, কখনো যোগ্য কন্যা, কখনো তুলে ধরেছেন সামাজিক অরাজকতা শাসন-শোষণ এর চিত্র, কখনো হয়েছেন অসহায়ত্বের প্রতীক, সচেতনতা মূলক কাজ করেছেন সূচনা লগ্ন থেকেই। বিশ্বের দরবারে সেটাই তুলে ধরার মূল লক্ষ্য। দেশের সম্মান বয়ে আনতে কাজ করে যাবো।'
অভিনয় প্রসঙ্গে এশা বলেন,'ভালোলাগা থেকে অভিনয় শুরু করলেও এখন তার কাছে ভালোবাসায় রুপ নিয়েছে অভিনয়। রুবাইয়া এশা বলেন, ‘অভিনয় আমার প্রাণের খোরাক, প্রাণ না থাকলে যেমন মানুষ বাঁচে না তেমনি অভিনয় ছাড়া আমি প্রাণহীন দেহের মতন। অভিনয় আমার আত্মাকে স্পর্শ করে। যখন যে চরিত্রে কাজ করি হৃদয়ে ধারণ করি এবং ব্যক্তি এশা তখন সেই চরিত্র হয়ে ওঠে।’
প্রসঙ্গত, এবছর সেলেব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন এশা। তাছাড়াও এবারের ঈদে তার অভিনীত 'কাস্টিং আউচ' ও 'মন জানালা' প্রচার হয়।
এমএসএম / এমএসএম
রোজার ইনস্টাগ্রামে কার ছবি দেখা যাচ্ছে
ভালোবাসা ও বেদনার গল্প নিয়ে প্রকাশ হলো ‘বকুলের প্রেমে
মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে
নতুন বছরের ধামাকা: বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৮
বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট
টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের
পিয়াল হোসেনের আয়োজনে নিউইয়র্কে দেশীয় ফ্যাশন
৩০ বছরের পুরোনো গান দিয়ে মারিয়া ক্যারির অনন্য রেকর্ড
‘আপনাদের ভালোবাসা চাই’
হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম
অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ
রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী