‘বলিউডের বর্তমান অবস্থা হিটলার শাসিত জার্মানির মতো’
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে হিটলারের জামানার জার্মানের সঙ্গে তুলনা করেছেন প্রবীণ ও খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা।
তিনি বলেন, ‘আমি জানি না বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী অভিনেতারা ইন্ডাস্ট্রিতে কোনো প্রকার বৈষম্যের শিকার হন কি না। আমি মনে করি, এখানে আমাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান ও আমির খানের উদাহরণ দেন নাসিরুদ্দিন।
অভিনেতা বলেন, তিনি ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হননি ঠিকই, কিন্তু ইদানীং সেখানে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন। নাসিরুদ্দিনের কথায়, ‘সরকারের হয়ে কথা বলবে, এমন ছবি তৈরি করার জন্য বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। সে সব ছবি তৈরির জন্য আর্থিক সাহায্যও করা হচ্ছে।’
এ প্রসঙ্গেই তিনি বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অবস্থার সঙ্গে হিটলারি জামানার জার্মানির তুলনা করেন। বলেন, ‘সেই সময়ও বিশ্বমানের পরিচালকদের নাৎসি আদর্শ নির্ভর ছবি তৈরি করতে বলা হতো এবং আর্থিক সহায়তাও দেওয়া হতো।’
ভারতের গো-হত্যার অভিযোগ এনে যে সব মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে, সে প্রসঙ্গেও ওই সাক্ষাৎকারে কথা বলেন নাসিরুদ্দিন।
বর্ষীয়ান অভিনেতা বলেন, যাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই গো-হত্যার অভিযোগ আনা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের প্রতি তিনি সহানুভূতিশীল। তার কথায়, ‘বড় চিন্তার বিষয় হল, যারা এই মানুষগুলোর ক্ষতি করেন, তাদেরকেই আবার সাধুবাদ জানানো হয়।’
প্রীতি / প্রীতি
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’