শাহরুখ, সালমানের ডায়েট ফাঁস করলেন অনিল কাপুর
অনিল কাপুর এবার রাঁধুনি। রাঁধতে রাঁধতে বলিউডের সব সিক্রেট দিলেন ফাঁস করে। ডিসকভারি প্লাসের ‘স্টার ভার্সেস ফুড’ অনুষ্ঠানে রান্না করতে এসেছিলেন তারকা অভিনেতা। সেখানেই জানালেন বলিউডের দুই মেগা তারকার ‘ইটিং হ্যাবিটস’।
অনিল কাপুরের সঙ্গে এই শোয়ে ছিলেন তার বন্ধুরাও। পরিচালক ফারহা খান, সালমানের ভাই আরবাজ খান, অনিলের ছোট ভাই সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুরও। আড্ডায়, হাসি-মজায় জমে উঠেছিল শো।
এই ফুড শোতেই অনিল কাপুর জানান, শাহরুখ ভালোবাসেন তন্দুরি চিকেন খেতে। খাবারের বিষয়ে খুবই সতর্ক থাকেন বলিউড বাদশা। শাহরুখের বন্ধু পরিচালক ফারহা খানও সায় দেন তাতেই।
অন্যদিকে সালমান কী খেতে ভালোবাসেন, সেই প্রশ্নের উত্তরে অনিল বলেন, ‘সালমান যা পান, তাই খান। কোনও ডায়েট বা নিয়মের ধার ধারেন না তিনি।’
অনিলের কথায় সহমত সালমানের দাদা আরবাজ খান। সালমানের খাবার অভ্যাস নিয়ে ফুট কাটতে দেখা যায় ফারহা খানকেও।
অনিল কাপুরের খাদ্যাভ্যাস নিয়ে পোল খুলে দেন তার ভাইয়ের স্ত্রী মাহিপ কাপুর। তিনি বলেন, অনিলের স্ত্রী সুনীতা তাকে খেতেই দেন না। কড়া ডায়েটে রাখেন। এর-ওর প্লেট থেকে খাবার খেয়ে খেয়েই জীবন কেটেছে অনিল কাপুরের।
এই ফুড শো-তেই দেখতে পাওয়া যাবে জাহ্ণবী কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুরদের। ডিসকভারি প্লাসের প্রোমো দেখেই আন্দাজ করা যাচ্ছে, রান্নাবান্না একেবারেই না-পছন্দ বলিউডের দুই নব্য নায়িকার। অন্যদিকে নিজেকে কুঁড়ে রাঁধুনির আখ্যা দিয়ে অর্জুন কাপুর রেঁধেছেন বিরিয়ানি। সূত্র: জিনিউজ
প্রীতি / প্রীতি
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’