এরশাদের স্মরণসভায় পাঁচ অংশের নেতাদের ঐক্য, জাতীয় পার্টি গড়ার ঘোষণা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার গড়া দল থেকে বেরিয়ে যাওয়া বিভিন্ন অংশের প্রভাবশালী নেতারা এক মঞ্চে এসে আবারও ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে জাতীয় পার্টির নামে ছয়টি রাজনৈতিক দল থাকলেও, এর মধ্যে এরশাদের জাতীয় পার্টি, জাতীয় পার্টি (রওশন এরশাদ), জাতীয় পার্টি-জেপি, জাতীয় পার্টি (কাজী জাফর) ও জাতীয় পার্টি (মতিন)-এর নেতারা সোমবার দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় পল্লিবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় এই ঐক্যের বার্তা দেন।
মূলত জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নু-এর নেতৃত্বে জাতীয় পার্টির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে এই স্মরণসভা আয়োজন করা হয়।
স্মরণসভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি (রওশন এরশাদ)-এর নির্বাহী সভাপতি কাজী ফিরোজ রশীদ, সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জনতা পার্টি বাংলাদেশ-জেপিবির প্রধান উপদেষ্টা সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর এবং নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টির (মতিন) মহাসচিব জাফর আহমেদ জয়, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য দিদারুল আলম চৌধুরী, জাপার সংসদ সদস্য নাজমা আক্তার, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও অধ্যাপক নুরুল ইসলাম মিলন, জাপার ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, খুলনা বিভাগের সাবেক অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপা, সাবেক প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, জসিম উদ্দিন ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, তাকে দল ভাঙার জন্য দোষারোপ করা হলেও, দলই তাকে বের করে দিয়েছে। তিনি সবসময় ঐক্যের কথা বলে এসেছেন এবং আজকের এই ঐক্যের প্রচেষ্টা সফল হলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। তিনি এরশাদের সংস্কারমূলক কাজের প্রশংসা করে বলেন, ৩৫ বছর আগে এরশাদ যে সংস্কার শুরু করেছিলেন, তা অন্য কোনো সরকার করতে পারেনি।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের বর্তমান অস্থির সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে দেশ ও মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মনে করেন, ভুলভ্রান্তি সত্ত্বেও শেষ জীবনে দেশের জন্য কিছু করা উচিত এবং সবাই মিলে ঐক্যবদ্ধ হলে জাতীয় পার্টি জাতীয় রাজনীতির বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে। তিনি নির্বাচনের কথা বললেও, তার আগে দেশে স্থিতিশীল পরিবেশ কামনা করেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করার মাধ্যমে দেশে আবারও পরিবর্তন আনা সম্ভব। তিনি এরশাদের সময়ে বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ এবং উপজেলায় মুনসেফ কোর্ট স্থাপনের মতো যুগান্তকারী সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও উদ্যোগ নিয়েছে। এছাড়া, তিনি ১৯৮৮ সালে এরশাদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রেরণের দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা করেন, যা আজ বিশ্বজুড়ে বাংলাদেশের সম্মান বয়ে এনেছে।
শেখ শহিদুল ইসলাম জাপা চেয়ারম্যান জি এম কাদের-এর উদ্দেশ্যে বলেন, সকল বিভেদের অবসান ঘটিয়ে দলকে ঐক্যবদ্ধ করতে পারলে ভবিষ্যতে দল ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। তিনি জি এম কাদেরকে বিভেদ ভুলে ঐক্যের প্রক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানান।
সৈয়দ আবু হোসেন বাবলা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারা মহান আল্লাহর নামে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তুলবেন এবং যৌথ নেতৃত্বে এগিয়ে যাবেন। দেশ ও জাতির প্রয়োজনে, ১৮ কোটি মানুষের স্বার্থে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবেন।
শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে কিনা তা অনিশ্চিত এবং জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপির জনপ্রিয়তাও কমেছে। তিনি মনে করেন, দেশের মানুষ এখন বিএনপি-আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে পারলে তিনি তাদের সাথে আছেন।
জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন একই মনোভাব পোষণ করে বলেন, তার দল নির্বাচন কমিশনে নিবন্ধন পেলেও, আগামী দিনে তারা সবাই মিলে জাতীয় পার্টিকে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলবেন।
জাফর আহমেদ জয় বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে। তবে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা সমাধান করা সম্ভব, কারণ তাদের মধ্যে স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই। তিনি মুরুব্বি ও গার্জিয়ানদের প্রতি আহ্বান জানান, আজ থেকেই দলকে একতাবদ্ধ করতে চাপ সৃষ্টি করার জন্য।
এমএসএম / এমএসএম

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কাটিয়ে এক জায়গায় পৌঁছা যাবে

ফখরুলের বক্তব্য সত্য নয়, জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক

সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ

ফখরুলের বক্তব্য সত্য নয়, জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হননি তারেক

ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপি ও জামায়াতের

পদ্মা ব্যারেজ-দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন

এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা : রিজভী

উপদেষ্টার অপসারণ ছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার সম্ভব নয়: ইরান

আগে ঘুষ দিতে হতো ১ লাখ, এখন দিতে হয় ৫ লাখ: মির্জা ফখরুল

কোথাও নিয়ন্ত্রণ নেই, আগে ১ লাখ টাকা ঘুস নিলে এখন নিচ্ছে ৫ লাখ
