ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মেঘনা আলমের নেতৃত্বে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’ এর শুভ সূচনা


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ২:১৬

বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক নেতৃত্ব ও পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। মঙ্গলবার লে মেরিডিয়ান হোটেলে এক জমকালো অনুষ্ঠানে ফোরামের উদ্বোধন ঘোষণা করেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন ও সমাজকর্মী মেঘনা আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ১৮ থেকে ২৬ বছর বয়সী, অবিবাহিত, সুনাগরিক এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত, পরিবেশ সচেতন নারী প্রার্থীরা আগামী ১৭ জুলাই থেকে www.missbangladesh.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাইয়ের পর ১০০ জন প্রতিযোগীকে আগামী ২৬ সেপ্টেম্বর লে মেরিডিয়ানে অডিশনের জন্য ডাকা হবে।

এই অভিনব আয়োজনে অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব চিন্তাভাবনা ও সৃজনশীলতা মূল্যায়ন করা হবে। প্লাস্টিক বা বর্জ্য পদার্থ দিয়ে উদ্ভাবনী কিছু তৈরির মাধ্যমে গল্প উপস্থাপন করতে পারা প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত ২০ জন প্রতিযোগী এক মাসব্যাপী ফেলোশিপে অংশ নেবেন। এই ফেলোশিপে থাকছে পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা, মানসিক ও প্রজনন স্বাস্থ্য এবং ফিটনেস বিষয়ক প্রশিক্ষণ।

ফেলোশিপ শেষে নির্বাচিত চূড়ান্ত বিজয়ী ‘মিস বাংলাদেশ আর্থ’ হিসেবে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

মেঘনা আলম বলেন, “এই ফোরাম নীরবতা, কলঙ্ক ও বাধার জবাব। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করছি, পরিবেশ রক্ষা করছি এবং নেতৃত্ব তৈরি করছি। বাংলাদেশ করুণা নয়, সম্মান ও অংশীদারিত্ব চায়। আমরা চাই সংহতি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এসডিজি কো-অর্ডিনেটর ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ অ্যানি, হারনেট টিভির সিইও আলিশা প্রধাণ, সংগীতশিল্পী মেহরিন এবং চল পড়ি- এর সহ-প্রতিষ্ঠাতা ক্যাটেরিনা ডন।

আয়োজকরা জানান, এবারের ইভেন্ট কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং এটি একটি কৌশলগত কূটনৈতিক ও নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম—যার মূল লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী জলবায়ু পরিবর্তন মোকাবিলা (এসডিজি ১৩), লিঙ্গ সমতা (এসডিজি ৫) এবং বৈশ্বিক অংশীদারিত্ব (এসডিজি ১৭) অর্জনে ভূমিকা রাখা।

আয়োজনটির অংশীদার হিসেবে রয়েছে: হসপিটালিটি পার্টনার লে মেরিডিয়ান, মিডিয়া পার্টনার হারনেট টিভি, স্ট্র্যাটেজিক পার্টনার হারনেট ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার ইভেন্টসিটি, পাবলিক রিলেশনস পার্টনার টাইমস পিআর, ওয়ার্ডরোব পার্টনার আনজারা, মিউজিক পার্টনার অ্যাক্সপার্ট প্রোডাকশন, মেকওভার পার্টনার লা বেল অ্যান্ড ওয়েলনেস হাব বাই মুন, উপহার পার্টনার গারনিস এবং ভিজ্যুয়াল পার্টনার ট্রায়ো ভিজ্যুয়ালস।

এমএসএম / এমএসএম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন