ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সিজনের জমকালো সমাপ্তি

দেশের পারিবারিক বিনোদনজগতে নতুন ইতিহাস গড়লো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এবং এনটিভিতে সম্প্রচারিত এই জনপ্রিয় গেম শো-এর প্রথম সিজন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং তা ছিল এক কথায় অসাধারণ।
সোমবার রাত ৯:৩০-এ সম্প্রচারিত শোটির জনপ্রিয়তা ছিল নজরকাড়া। প্রতি ৪ জন টিভি দর্শকের মধ্যে একজন এই শো দেখেছেন, যা বর্তমান টেলিভিশন দুনিয়ায় এক বিরল দৃষ্টান্ত। শুধুমাত্র টেলিভিশনে নয়, ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মসহ সবমিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ১ কোটিরও বেশি স্বতন্ত্র দর্শক এই শো উপভোগ করেছেন।
সঞ্চালকের আসনে ছিলেন জনপ্রিয় তারকা তাহসান খান, যিনি তার স্মার্ট, হাস্যরসাত্মক ও আবেগময় সঞ্চালনায় দর্শকের হৃদয় জয় করেছেন। পরিচালনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারা দেশ থেকে আসা ৪৮টি পরিবার এই গেম শো-তে অংশ নিয়েছে, যারা নিজেদের মেধা, রসবোধ আর পারিবারিক সম্পর্ক দিয়ে প্রতিটি পর্বকে জীবন্ত করে তুলেছে।
এই শোতে মোট ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের গেম শোগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। বিজয়ী পরিবারগুলো যেমন পুরস্কার পেয়েছে, তেমনি হারানো পরিবারের মন জয় করেছে তাদের আন্তরিকতা ও হাসিমুখে খেলা উপভোগ করার মনোভাব দিয়ে।
শোয়ের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময়, কখনো উত্তেজনায় ভরা, আবার কখনো বা খুনসুটিতে মাখানো। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী—সবাই এক টিম হয়ে অংশ নিয়েছেন এই শোতে, যা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার এক ব্যতিক্রমী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
যারা এখনো কোনো পর্ব মিস করেছেন, তাদের জন্য সুখবর—পুরো ২৪টি পর্ব এখন বিনামূল্যে বঙ্গ অ্যাপে দেখা যাচ্ছে।
প্রথম সিজনের সফল সমাপ্তি যে পরবর্তী সিজনের জন্য দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পালা—‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ দ্বিতীয় সিজন নিয়ে কবে ফিরছে পর্দায়!
এমএসএম / এমএসএম

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

রাগিনী এমএমএস থ্রি’র নায়িকা তামান্না ভাটিয়া, থাকছে চমক!

দেবের সঙ্গে ডেটিং গুঞ্জনে ইধিকার জবাব

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন
