ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ১৭-২৪ এখন Bongo-তে


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১৫-৮-২০২৫ দুপুর ৪:২২

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব ১৭ থেকে ২৪ সম্প্রচার শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম Bongo-তে। দীর্ঘ প্রতীক্ষার পর আলোচনার ঝড় তোলা এ নাটকটি আবারও ফিরেছে দর্শকদের কাছে নতুন গল্প ও চমক নিয়ে।

এবারের পর্বে থাকছে পাশার ব্যবসার নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাটানি, শিমুল-জাকিরের দ্বন্দ্ব এবং মতলবের নতুন চাল। সঙ্গে যোগ হয়েছে নতুন চরিত্রও।
কাজল আরেফিন অমি পরিচালিত এ সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লামসহ আরও অনেকে।
Bongo কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পর্বগুলো এখনই স্ট্রিমিং হচ্ছে তাদের প্ল্যাটফর্মে।

এমএসএম / এমএসএম