ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না: আনিসুল ইসলাম মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ১:৪০

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তার দল অবশ্যই নির্বাচন চায়, তবে কোনো যেনতেন নির্বাচন চায় না। তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি, কারণ বর্তমানে দেশের যে অবস্থা, তাতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেন, নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে কোনোভাবেই গণতন্ত্র ফিরে আসবে না। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক ঐকমত্য যেমন জরুরি, তেমনি দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, দেশে এখনও ‘মব সন্ত্রাস’ চলছে এবং প্রতিনিয়ত সাধারণ মানুষ ও সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। এই প্রেক্ষাপটে তারা জাতীয় পার্টিকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছে, এবং তাদের জীবন বৃথা যেতে দেওয়া হবে না। একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সকল মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। তবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আগে নিজেদের দলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান বলে তিনি জানান।

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এসেছে এবং এখন থেকে দলটি গণতান্ত্রিক উপায়ে যৌথ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে। তিনি বলেন, গঠনতন্ত্র সংশোধন করে বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনে সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়া হয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং জাতীয় পার্টিও এর পক্ষে। তার মতে, পল্লীবন্ধু এরশাদ এদেশের শ্রেষ্ঠ সংস্কারক। তবে তিনি জোর দিয়ে বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং একটি নির্বাচিত পার্লামেন্ট থাকা অপরিহার্য।

তিনি বিচারপতি খায়রুল হকের বিচারও দাবি করেন। তিনি বলেন, বিচারপতি খায়রুল হক ওপেন কোর্টে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দুই মেয়াদ বহাল রাখার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নিজেই সেই রায় পরিবর্তন করেছেন। তাই তার বিচার হওয়া উচিত। তবে এর মানে এই নয় যে তার নামে হত্যা মামলা দেওয়া হবে। তিনি বলেন, সরকারকে অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই যেন একপেশে বিচার না হয়। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশে এক ধরনের কালো মেঘ সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কালো মেঘ কেটে যেতে পারে। তিনি বলেন, যখনই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়, তখনই দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা দেয়, কিন্তু শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। হাওলাদার আরও বলেন, দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। তিনি জাতীয় নেতা আনোয়ার হোসেন মঞ্জুর সম্মেলনে আসার কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধ ও দেশ গড়ার পেছনে তার অসামান্য অবদান রয়েছে। আনোয়ার হোসেন মঞ্জু তাদের সম্মেলনে এসে তার মতামত পেশ করেছেন, যা কারও ভালো লাগতে পারে আবার কারও খারাপও লাগতে পারে। কিন্তু গত দুই দিন আগে তার বাসায় বোমা হামলা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী এবং তারা প্রতিহিংসার রাজনীতি করেন না। তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা একসময় তাদের স্বৈরাচার বললেও, তারা তা প্রমাণ করতে পারেনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আকতার, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভুঁইয়া, সরদার শাহ জাহান, হারুন আর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম, মো: ইয়াকুব হোসেন, শেখ আলমগীর হোসেন, নীগার সুলতানা রানী, মোঃ বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, নাসির উদ্দিন সরকার, হাফেজ মাহমুদুর রহমান, সেরনিয়াবাত সেকান্দার আলী, শারমিন পারভীন লিজা, মিজানুর রহমান দুলাল, তাসলিমা আকবর রুনা, শারমিন আকতার, আবুল কালাম আজাদ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে ‘দখলের’ : মির্জা ফখরুল

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে পুর্বের নিয়মে নির্বাচন হতে পরে না-পীর সাহের চরমোনাই

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না: আনিসুল ইসলাম মাহমুদ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর

এনসিপির নেতার কথোপকথন ভাইরালঃ ‘দেখো আরও পাঁচ লাখ নিতে পারো কি না’

দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব

মানুষ এখন ভালো পরিবর্তন চায়: তারেক রহমান

আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান : মির্জা ফখরুল

তফসিল ঘোষণা হলে দেশে আসবেন তারেক রহমান

নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল