সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ নামের নতুন একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার।
এর আগে বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও কখনো রাজি হননি প্রভা। এবার রবীন্দ্রনাথের গল্পেই শুরু হচ্ছে তার চলচ্চিত্রযাত্রা। গতকাল (৩০ আগস্ট) গাজীপুরের একটি শুটিং হাউজে শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটিতে প্রভার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন।
গল্পে ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি জমিদার পরিবারের সন্তান। আর প্রভা অভিনয় করছেন গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার বাবার আত্মহত্যা এবং এর পরবর্তী করুণ ঘটনার আবর্তনেই এগোবে কাহিনি।
চলচ্চিত্রে অভিষেক প্রসঙ্গে প্রভা বলেন, “অনেকবার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ এলেও নানা কারণে করতে পারিনি। কখনো শেষ মুহূর্তে বাদ পড়েছি, কখনো পারিবারিক কারণে রাজি হইনি। তবে অনেক আগেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। আগেভাগে জানাতে চাইনি, পলিটিক্সের ভয়ে। অবশেষে শুটিংয়ে অংশ নিয়ে আনন্দের খবরটি সবাইকে জানালাম।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “আমার দুটি বিষয় নিয়ে আলাদা টান আছে—মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রনাথ ঠাকুর। আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের গল্পে সিনেমা নির্মাণ করেছি। এবার রবীন্দ্রনাথের গল্পে নির্মাণ করছি ‘দেনা পাওনা’। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।
মিরন মহিউদ্দিনের চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রনায়ক অভি, মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, সুমনা সোমা, মান্নাত, সাব্বির আহমেদ, সিনথিয়া প্রমুখ। সঙ্গীতায়োজন করছেন সংগীত পরিচালক শেখ সাদী খান।
এমএসএম / এমএসএম

তিন সন্তান নিতে চান জাহ্নবী

সরকারি অনুদানের ‘দেনা পাওনা’ সিনেমায় বড় পর্দায় প্রভা

বুয়েটে আমাকে কেউই পাত্তা দিত না : অপি করিম

প্রধান সড়কে অটোরিকশা চললে আমার গাড়ির ট্যাক্স দেব না : চমক

ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

নেটিজেনদের সমালোচনার শিকার রেহাম রফিক

‘অনেকবার বলেছি, আমি বিবাহিত’

আবারও ছোট পর্দায় ফিরছেন মধুমিতা

দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা

স্বামীকে নিয়ে থাইল্যান্ডের সাগর-পাহাড়ে মিম

অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করেছেন অপু বিশ্বাস
