ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ১০:৫০

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ভারতে শুরু হয়েছে ইলিশ রপ্তানি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ গেছে পশ্চিমবঙ্গে। এতে অংশ নেয় ৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
সরকার এ বছর মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ৩৭ জন ব্যবসায়ীকে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা। আগামী ৫ অক্টোবরের মধ্যে পুরো রপ্তানি শেষ করার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।
গত বছর রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন, তবে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন। এবার পরিমাণ কম হলেও বাজারে এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
ঢাকার কারওয়ান বাজারে ইলিশ কিনতে আসা রহমত নামে এক ক্রেতা বলেন, ‘এক মাস আগে ১৪০০-১৫০০ টাকায় ইলিশ পাওয়া যেত, এখন দিতে হচ্ছে ২২০০-২৫০০ টাকা। অথচ ভারতে রপ্তানি হচ্ছে দেড় হাজার টাকায়।’
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ইলিশ রপ্তানির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও সম্পর্ক আরও মজবুত হবে। রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা রপ্তানির অনুমতি পেয়েছি। এতে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম চালানের ট্রাকগুলো রাত ১টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। কাগজপত্র পরীক্ষা ও ছাড়করণ দ্রুত সম্পন্ন হলেও ভারতীয় অংশে কিছুটা দেরি হওয়ায় প্রক্রিয়া শেষ হতে রাত গড়িয়ে যায়।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, মান পরীক্ষা শেষে প্রথম চালানের অনুমতি দেওয়া হয়েছে।
ক্রেতাদের অভিযোগ, রপ্তানির কারণে বাজারে ইলিশের দাম আরও বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের আশা, উৎসবকে ঘিরে এই রপ্তানি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

Aminur / Aminur

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

২০২৬ সালে দুই ঈদে ১১ দিন ছুটি, পূজায় ২

সংসদ নির্বাচনে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সাড়ে ২৮ হাজার

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

যানবাহন চলাচলের জন্য চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

যারা সংস্কারের কথা বেশি বলত, তারা সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেছে

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন

কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ, আপ্যায়ন খাতে ব্যয় ৪৫ লাখ টাকা

৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি

দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: পররাষ্ট্র উপদেষ্টা