ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অবসরকালীন শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা দিতে আন্তরিকঃ ড.শরিফা নাছরীন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ৪:২

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের শিক্ষক ও কর্মচারিদের অবসর গ্রহনের পর অবসর ভাতা ও কল্যাণ ট্রাষ্টের প্রাপ্ত অর্থ পেতে প্রহর গুনতে গুনতে অনেকের ভাগ্যে জীবিত থাকতে জোটে না। হইত মৃত্যুের পর পরিবারের পক্ষে তা গ্রহন করতে হয়। এমনই প্রথা হয়ে দাঁড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বেসরকারি শিক্ষক ও কর্মচারিদের অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে। 
এ বিষয়ে তথ্য অনুসন্ধান বিভিন্ন বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর গ্রহণ করার পর তাদের  কাছে থেকে জানা যায় ভোগান্তির এই করুন কাহিনী। তবে এটি কি শুধু অর্থ সংকটের কারণ না  দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতি। 
তথ্য অনুসন্ধানে জানা যায়, দায়িত্বশীল কর্মকর্তাদের ক্ষেত্রে অনেক আন্তরিকতা থাকা সত্ত্বেও অর্থ সংকট এর কারণে পাশাপাশি সরকারি সিস্টেম এবং অর্থ যোগানের ক্ষেত্রে অবসর কালীন শিক্ষকদের তুলনায় অর্থ যোগান অনেকটাই অপ্রতুল যে কারণেই এই ধরনের ভোগান্তির অন্যতম কারণ বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। 
একটি তথ্যে শিক্ষক অবসরকালীন সংখ্যার সহিত অর্থ বাজেটের আনুপাতিক বিশ্লেষনে দেখা যায়, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের গত ০৭/০৭/২০২৪ তারিখের ১১তম ট্রাষ্টি বোর্ডের ৪র্থ সভার সিদ্ধান্ত মোতাবেক ১ এপ্রিল ২০২২ খ্রি. হতে ডিসেম্বর ২০২৩ খ্রি. পর্যন্ত জমাকৃত কল্যাণ সুবিধা প্রদানের আবেদন অনুমোদন রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে। অনুমোদন প্রাপ্ত ৬৪০০ টি আবেদন সমুহের মধ্য হতে জমার তারিখের ক্রমানুযায়ী এপ্রিল-২০২২ থেকে ডিসেম্বর -২০২২ পর্যন্ত কল্যান সুবিধা প্রদানের উদ্দেশ্যে অডিট কর্মকর্তাদের পর্যালোচনা মোতাবেক পিএল একাউন্টে জমাকৃত অর্থ ইএফটি সিস্টেমের মাধ্যমে অনুমোদন হয়ে গেছে বলে জানা যায়।  পরবর্তীতে তথ্যে অনুসন্ধানে জানা যায় এপ্রিল - জুলাই ২০২২ পর্যন্ত টিএফটিতে অনুমোদনকৃত  গত ১৮ তারিখে দেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়। 
অপর একটি তথ্য থেকে জানা যায়, শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধীকার ভিত্তিতে বিশেষ করে হজ্জ অথবা তীর্থ গমনেচ্ছুদের আবেদনের প্রেক্ষিতে প্রায় ২৭২ টি আবেদনের বিপরীতে ২৫,৭৯,৪৫,৯৪৪ (পঁচিশ কোটি উনাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শত চয়াল্লিশ টাকা) প্রদানে নিমিত্তে জনতা ব্যাঙ্ক পি এল সি ও সোনালী ব্যাংক এল সি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা এর মাধ্যমে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ একাউন্ট নম্বরে অর্থ প্রেরনের নিমিত্তে ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে বলে কল্যান ট্রাস্টের চলতি দায়িত্বের সচিব শরিফা নাসরিন  জানান। 
এ ছাড়া শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট কে আরো সুবিধায় আনয়নের জন্য তাদের কল্যাণ ট্রাস্টে জমাকৃত অর্থ প্রদানের  লক্ষ্যে মুক্তিযোদ্ধা,অসুস্হ, মৃত ও কন্যাদান শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানান। এই ক্ষেত্রে ১১তম টেস্টি বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক ৩০/০৬/২০২৪ পর্যন্ত অনুমোদন প্রাপ্ত ৪২০ টি আবেদনের বিপরীতে ৩৩,৪৫,৭৭,৪৯৬/-( তেত্রিশ কোটি,পঁয়তাল্লিশ লক্ষ সাতাত্তর হাজার চারশত ছিয়ানব্বই)  টাকা জনতা ব্যাংক পিএলসি, ঢাকেশ্বরী রোড শাখা হতে জন্য অনুমোদনের প্রক্রিয়া করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানানো হয়। 
এছাড়াও গত ০১/০২/২০২৪ তারিখে ১১ তম ট্রাস্টিবোর্ডের এক সভার সিদ্ধান্তক্রমে ২০২৫ সালে হজ্ব /তীর্থ গমনেচ্ছু এমপিও ভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের ১৫২ টি আবেদনের বিপরীতে ১১,০৫,৩৮,৩২৭ (এগারো কোটি পাঁচ লক্ষ আটত্রিশ হাজার তিনশত সাতাশ) টাকা জনতা ব্যংক পিএলসি, ঢাকেশ্বরী রোড শাখা কেন্দ্র ৬০০ অ্যাকাউন্টে প্রেরণের জন্য গৃহীত হয়। 
উল্লেখিত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের আবেদনের বিপরীতে পর্যায়ক্রমে কল্যান ট্রাস্ট হতে অর্থ প্রদানের বিষয়টি আন্তরিকতার কোন কমতি নেই। তবে নির্বিবাদে স্বীকার করতে হয় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর চাহিদার তুলনায় অর্থ সংকলনের ঘাটতি ব্যাপক। এটা  প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়বদ্ধ নাই বলে উল্লেখ করেন চলতি দায়িত্বে নিয়োজিত সচিব শরিফা নাসরিন। এক্ষেত্রে তিনার কাজের মূল্যায়ন বিষয়ে তুলে ধরে বলেন, তার কার্যকাল শুরু হয় ০৪/০২/২০২৫ তারিখে কিন্ত একমাস পরে অর্থাৎ আর্থিক ক্ষমতার অর্ডার পাই। এসংক্রান্ত বিষয়ে  ভিডিও হতে এক মাস সময় লাগে বলে উল্লেখ করেন। তবে IBAS++  এর মাধ্যমে EFT তে কল্যাণ সুবিধা দেওয়া শুরু হয় এপ্রিল, মে,জুন-২০২২ জুলাই -২০২২ কল্যাণ সুবিধা দেওয়া কার্যক্রম চলমান। 
পরবর্তীতে তিনি আরো সুবিধাজনক বিষয়ের ক্ষেত্রে উল্লেখ করে বলেন, বর্তমান IBAS++ এর সাথে কল্যান ট্রাস্ট এর API এর কার্যক্রম চলমান যাহাতে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা দ্রুত গতিতে কল্যাণ সুবিধা পাবেন বলে আস্থত্ব করেন। 
এ বিষয়ে অর্থ প্রদানের ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে তার উত্তরে সচিব শরিফা নাসরিন বলেন, বর্তমান যে ফান্ড আছে তার ২০২২ সাল পর্যন্ত আবেদনকারীদের অর্থ প্রদান সম্পন্ন করা সম্ভব। প্রতিবন্ধকতার ক্ষেত্রে তিনি বলেন, আবেদনকারীদের আবেদনের বিপরীতে টাকা পেতে তিন থেকে চার বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেকের একাউন্ট চলমান থাকেনা। এছাড়া ইনভেলিড এন আই ডি পাওয়া যায় যাদেরকে পরামর্শ হিসেবে নতুন স্মার্ট কার্ড সংগ্রহ তা আবেদনের পর জমা দেওয়ার কথা উল্লেখ করেন। ইতিমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অপরিশোধিত ১৬১৪ টি ডাটা ফেরত এনে একশ কোটি,সত্তর লক্ষ,আটার হাজর,সাতশত চৌত্রিশ ( ১০০,৭০,১৮,৭৩৪)  টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়। তার মতে  বর্তমান যে চাহিদা তা ৩ হাজার ৬৭ কোটি টাকার প্রয়োজনীয়তার কথা  উল্লেখ করেন। আশার বাণী হিসেবে বলেন আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি অতি দ্রুত সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অবসরকালীন শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা দিতে আন্তরিকঃ ড.শরিফা নাছরীন

বিএসসি'র নিজস্ব অর্থায়নে জাহাজ অর্জন যুগান্তকারী মাইলফলক : নৌপরিবহন উপদেষ্টা

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে ১ ঘণ্টা, শুক্রবার থেকে ট্রায়াল

ইসির নিবন্ধন পাচ্ছে ছয় দল

রাত থেকে বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত : সিআইডি

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে