বরগুনা ২ আসনের সাবেক এমপি
নূরুল ইসলাম মণি আ’লীগ পুনর্বাসনে লিপ্ত

বিগত দেড় যুগ ধরে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সফলতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের সময় মামলার শিকার হন লাখ লাখ নেতাকর্মী। গুম-খুনের শিকার হন অনেকে। এমন পরিস্থিতিতে কিছু নেতা ছিলেন একেবারেই নিষ্ক্রিয়। কেউ করেছেন আওয়ামী লীগের ছত্রছায়ায় ব্যবসা-বাণিজ্য আবার কেউ কেউ তাদের সাথে মিশে বনে ছিলেন আওয়ামী লীগ, তারা বিএনপি’রই ভিন্ন নেতার সমর্থকদের উপর চালিয়ে ছিলেন ভয়াবহ নিপীড়ন যা আওয়ামী লীগও করতে সাহস পায়নি। আবার অনেকে দীর্ঘদিন ছিলেন বিদেশে। এসব সুবিধাভোগী হাইব্রিড নেতা এখন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসিদের নিজ দলে ভিড়িয়ে হয়ে উঠেছেন প্রভাবশালী। দাঁপিয়ে বেড়াচ্ছেন এলাকা। থাকছেন বিএনপির মিছিল- মিটিংয়ের একেবারে সামনের সারিতে। তাদের দৌরাত্ম্যে কোণঠাসা হয়ে পড়েছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা। ‘এই সব গল্পের অন্যতম চরিত্রের এক মহানায়ক যিনি কুদরতের খেলায় সম্প্রতি হয়ে উঠেছেন এক্কেবারে বিএনপি’র ভাইস চেয়ারম্যান।’ তিনি হলেন পাথরঘাটা এলাকার নূরুল ইসলাম মণি। যিনি বরগুনা ২ এলাকায় তাঁর বাহিনী নিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছেন, যা দেখে স্থানীয় মানুষ হতভম্ব হয়ে পড়েছেন। তিনি বিএনপি’র ভাইস চেয়ারম্যান হয়েই এলাকায় রাম রাজত্ব কয়েম করেছেন। যাকে বিগত দেড় যুগ এলাকায় দেখা যায়নি তিনি বিএনপি’র ভাইস চেয়ারম্যান হয়ে এলাকায় তার ভাই বর্তমান ভয়ংকর সন্ত্রাসী ও চাঁদাবাজ সাইফুল ইসলাম জামাল সাথে আছে ভাতিজা সোলায়মানের সাথে পাথরঘাটা হাসপাতালের এম্বুলেন্স চালক আরিফ, ব্যাংক বাবুল, গদি কালাম, আফরোজ, ইমু, মনি’র দেহরক্ষী ৯ মামলার আসামি সে আগে শেখ হেলালের দেহ রক্ষী ছিল- ‘লাল বাবুল’। এছাড়াও মারুফ চৌধুরী, নাসির, ওয়াসিম, জসিম ও সজীবসহ আছে ভয়ংকর সন্ত্রাসী জলিল সরকার, হোন্ডা ছিনতাইকারী কাওসার এরা সকলেই পাথরঘাটার সন্ত্রাসী থাকলেও এরা বরগুনা ২ আসনের পাথরঘাটা-সহ বামনা বেতাগীতে ‘নূরুল ইসলাম মণি’র’- ছত্রছায়ায়, উল্লেখিত সন্ত্রাসীসহ বামনার সন্ত্রাসী সালাউদ্দিন, শিমুল ও নাসির এবং বেতাগীর রিয়াদ খান ও রুমনকে নিয়ে চাঁদাবাজি, মোটা অংকের টাকা নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন, পরের জমি দখল, গরু লুট ও আওয়ামী লীগারদের মোটা অংকের টাকা বিনিময় দলে ভিড়িয়ে এলাকায় আবারও ত্রাস সৃষ্টি করে চলেছে। এছাড়াও ওই সব এলাকায় সব ধরনের মাদকের ব্যবসা করে এলাকায় মাদকদ্রব্য ছড়িয়ে দিয়েছে। প্রতিবাদ করার কেউ নেই তাঁরা এলাকার মানুষদের সন্ত্রস্ত করে রেখেছেন। স্থানীয় বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জিয়া শিশু একাডেমির মহাসচিব হুমায়ুন কবীর ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামিম আহমেদের সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপির সু’দিন ফিরে আসায় অনেক সুবিধাবাদী দলে ভিড়তে শুরু করেন। নির্বাচনের ঘোষণা আসার পর থেকে নতুন নতুন নাম শোনা যাচ্ছে। বিশেষ করে যারা আওয়ামী লীগের আনুকূল্যে ব্যবসা-বাণিজ্য করেছেন কিংবা আন্দোলনের সময় নিরাপদে বিদেশে ছিলেন, তারাই এখন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। এদের কেউ হতে চান এমপি আবার কেউ পেতে চান বড় পদ। হঠাৎ সামনে আসা এসব নেতাকর্মী বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন। নূরুল ইসলাম মনি বিগত ১/১১, সিডর করোনা, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সময় যারা আহত নিহত গ্রেফতারকৃত ১৮ বছর পর্যন্ত কোন নেতাকর্মীদের পাশে ছিল না পাঁচই আগস্টের পরে কিছু নেতাদের তোষামোদ করে দলের ভাইস চেয়ারম্যান হন। তারপর থেকে তার ব্যক্তির লোক দিয়ে চাঁদাবাজি শুরু করেন কিন্তু নিজের হাত দিয়ে নেননি তার ভাই সাইফুল ইসলাম জামাল, ভাতিজা সোলায়মান, আরিফ, ব্যাংক বাবুল, গদি কালাম, আফরোজ আরো অনেক সেই টাকা দিয়ে নিজে গাড়ি কিনেছে এক কোটি টাকা কিছু নেতাদের উপঢৌকন দিয়েছে, এলাকা থেকে টাকা নিয়েছে, সাবেক উপজেলার চেয়ারম্যান এনামুল, জেলেদের নেতা মাসুম কোম্পানি, মঠবাড়ীয়ায় মেয়র ফেরদৌসের কাজ থেকে, আওয়ামী শিষ্য নেতা চেয়ারম্যান, মেম্বর, এখন, বাড়ি, জমি, হুন্ডা, চুরি থেকে শুরু করে কোন কিছু বাদ রাখেনি “ওনার মুখে মধু অন্তরে বিষ।” মনি দলে অন্তভুক্ত হওয়ার পর কলেজ, স্কুল প্রধান শিক্ষকদের চাপ দিয়ে নিজের ব্যক্তি লোক দিয়ে স্কুল কলেজের সভাপতি পদে অন্তর্ভুক্ত করেছেন। দলের ত্যাগী লোকদের তিনি পছন্দ করেন না তিনি যদি মনোনয়ন পান এবং এমপি হন তখন তারেক রহমানের দলের লোক হবে বিরোধী দল আর উনার লোক হবে ব্যক্তি দল উনার সব সময় নিয়মটাই হল ধান কাটার সময় হাজির হয়ে লুটপট করে খেয়ে চলেছে।
সম্প্রতি দলীয় প্রভাব খাটিয়ে, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২, আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্র- ছাত্রীদের নিয়ে সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজে রাজনৈতিক সমাবেশ করেন বলে অভিযোগ রয়েছে। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯ টা ৩০ মিনিটে লেমুয়া সৈয়দ ফজলুল হক ডিগ্রী কলেজে নুরুল ইসলাম মনির রাজনৈতিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রায়হানপুর আলিম মাদ্রাসা, সৈয়দা ফিরোজা বেগম বালিকা বিদ্যালয়, লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমুয়া কিন্ডারগার্টেন এর শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে প্রায় ৫০০ শিক্ষার্থীদের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে বাধ্য করা হয়।কোন রাজনৈতিক নেতা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্রছাত্রী নিয়ে রাজনৈতিক সমাবেশ করতে পারবেন না মর্মে সরকারের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদেরকে তার অনুষ্ঠানে আসতে বাধ্য করেছেন। বরগুনা-২, সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাওলানা শামীম আহম্মেদ তার ফেসবুক আইডিতে লাইভে এসে শিক্ষার্থীদের রাজনৈতিক সমাবেশের যোগ দিতে বাধ্য করার বিষয়ে প্রতিবাদ জানান। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে রাজনৈতিক সমাবেশ প্রসঙ্গে বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা-২, আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. মনিরুজ্জামান মনির বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। এই শিক্ষা ব্যবস্থাকে বিগত ফেসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। এখন আমরাও যদি একই কাজ করি তাহলে ফ্যাসিস্ট আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আমাদের বসন্তের কোকিল জনাব নুরুল ইসলাম মনি সাহেব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তার ব্যক্তিগত সমাবেশ করেছেন এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাজনৈতিক সমাবেশ করা যাবে না। মনি সাহেবের এই কর্মকান্ডকে আমি তীব্র নিন্দা জানাই। বরগুনা জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কোন কিছু জানিনা।
-কে এই নূরুল ইসলাম মনি :
এলাকায় খোজ নিয়ে জানা যায় নূরুল ইসলাম মনি মানেই একাধিক বিবাহ করা একজন ভয়ংকর লম্পট ধরনের মানুষ তিনি বিগত সরকারের সময় ফাঁড়ি লুট, টেন্ডারবাজি চাঁদাবাজি করিয়েছেন, তার ভাই বর্তমান ভয়ংকর সন্ত্রাসী ও চাঁদাবাজ সাইফুল ইসলাম জামাল সাথে আছে ভাতিজা সোলায়মান সাথে বিভিন্ন মামলার দাগি আসামি আরিফ টেন্ডারের মাধ্যমে এলজিইডি’র রাস্তা থেকে চারবার বিল তুলে খেয়েছে। নির্বাহী প্রকৌশলীকে ভয় দেখিয়ে জোর করে কাজ নিতো। এতে নির্বাহী প্রকৌশলীর চাকুরী পর্যন্ত চলে গেছে। আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল, মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে দৃশ্যমান কোনো কাজ না করে টিআর কাবিখা’র ৪ কোটি টাকা লোপাট করেছে। সাবাড় করিয়েছেন সরকারি গাছগুলো। অথচ বিগত ফ্যসিস্ট সরকারের সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশাল বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সভায় নূরুল ইসলাম মনি’কে স্পষ্ট বলেন যে আপনার ভাই জামাল ও ভাতিজা নয়ন, সোলায়মান’কে বিদেশে পাঠিয়ে দেন। কিন্তু নূরুল ইসলাম মনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা রাখেননি।
নূরুল ইসলাম মনি’র সাথে কথা হলে তিনি বলেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসন করিনি আপনারা তথ্য নিয়ে কথা বলবেন। তাঁর সাথে থাকা আওয়ামী লীগ সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দক্ষিণ হস্তখ্যাত শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি মো. রেজাউল করিম (ইলিয়াস মৃধা)’ যিনি বর্তমানে নূরুল ইসলাম মনি’র উপদেষ্টা হিসেবে আছেন বলে জানা যায়। এই ইলিয়াস মৃধা নূরুল ইসলাম মনি’কে দিয়ে বিএনপি যুবদল ও ছাত্র দলের অনেক নেতা কর্মীকে তাঁর সাথে না থাকার কারণে অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন। জানা যায় তিনি বর্তমানে টাকার বিনিময়ে এলাকায় আ’লীগ পুনর্বাসনে লিপ্ত রয়েছেন যা প্রকৃত ত্যাগী বিএনপি যুবদল ও ছাত্রদলের জন্য হুমকী।
Aminur / Aminur

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে

নূরুল ইসলাম মণি আ’লীগ পুনর্বাসনে লিপ্ত

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে

পদোন্নতি পেয়ে এএসপি হলেন পুলিশের ৩৯ পরিদর্শক

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

অবসরকালীন শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের টাকা দিতে আন্তরিকঃ ড.শরিফা নাছরীন

বিএসসি'র নিজস্ব অর্থায়নে জাহাজ অর্জন যুগান্তকারী মাইলফলক : নৌপরিবহন উপদেষ্টা

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে ১ ঘণ্টা, শুক্রবার থেকে ট্রায়াল

ইসির নিবন্ধন পাচ্ছে ছয় দল

রাত থেকে বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
