ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

গৃহকর্মে নিয়োজিত শিশুদের পাশে নাদিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১২:২৯

আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য তৈরি হয়েছে বিশেষ নাটক ‘নতুন আলোয়’। এতে শিশু অধিকারের পক্ষে এনজিওকর্মী হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। গৃহকর্মে নিয়োজিত শিশুরা যাতে নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা যেন নির্যাতনের শিকার না হয়-নাটকটিতে এমন মেসেজই দিয়েছেন নাদিয়া।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর বোটঘাট বস্তি, মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডে এএসডি’র ড্রপ ইন সেন্টার ও ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক প্রজেক্টের অফিস এবং উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।

নাটকে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকেন। বস্তির কথিত ভাই আজগর তাকে বুঝিয়ে আরিফাকে একটি ফ্ল্যাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌঁছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচণ্ড রাগী ও বদমেজাজি। নিজে কোনও কাজ করে না। তার বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি, বেল্ট– কোনও কিছুই বাদ যায় না। পাশের বাড়ির নীলা ও আকাশের এই বিষয়টি খুব খারাপ লাগে। নীলার চাচাতো বোন তানিয়া এনজিওকর্মী। তাকে জানায় নীলা। এরপর? তানিয়া কি পারবে আরিফাকে বাঁচাতে?

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ এবং আরিফার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী লামিয়া আক্তার।

ইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা, রোকসানা আক্তার পপি এবং এএসডি’র সুবিধাভোগী ৩০ জন শিশু। নাটকটি নির্মাণ করেছে কেবিন সউল। প্রযোজনায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)।

নাটকে ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’গানটি গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম। এটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজনে আহমেদ রিফাত কবীর।

জামান / জামান

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী