ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Bongo-তে নতুন রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’ মুক্তি পেল


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৫-৯-২০২৫ বিকাল ৫:৫৪

বাংলাদেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম Bongo নিয়ে এলো নতুন রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’। দুর্নীতি, ক্ষমতার লড়াই আর সত্য উদ্ঘাটনের শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে নির্মিত এই ওয়েবফিল্ম ইতিমধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
গল্পের কেন্দ্রে রয়েছেন রামিসা রহমান, এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা। তার হাতে এসে পড়ে একটি পেনড্রাইভ, যাতে রয়েছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের গোপন তথ্য। এই পেনড্রাইভ হাতে পাওয়ার পর রামিসার জীবন পরিণত হয় এক রুদ্ধশ্বাস দাবা খেলায়, যেখানে প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে থাকে ষড়যন্ত্র ও মৃত্যুর হুমকি।
ওয়েবফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, “অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েবফিল্মটি নির্মাণ করেছি।”
সাবরিনা ইসলাম নাদিয়ার প্রযোজনায় নির্মিত ওয়েবফিল্মটিতে অভিনয় করেছেন স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদসহ আরও আন্তর্জাতিক অভিনয় শিল্পী।
দুর্নীতি আর ক্ষমতার খেলাকে কেন্দ্র করে নির্মিত ওয়েবফিল্ম ‘দাবাঘর’ এখন দেখা যাচ্ছে শুধুমাত্র Bongo-তে।

এমএসএম / এমএসএম