ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৯-৯-২০২৫ বিকাল ৫:১৮

২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মিলনায়তনে হয়ে গেল সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান। এই প্রথম প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বিনোদন শাখার সাংবাদিকদের নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। 

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহযোগিতায় দুই দিনের এই কর্মশালায় মোট ৮টি সেশনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চলচ্চিত্র বিষয়ক গবেষক ও বিশিষ্ট আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, পিআইবি'র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন , প্রযোজক ও পরিচালক আরিফুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক মনিরা শরমিন পৃতু, সাংবাদিক ও লেখক সৈয়দা ফারজানা জামান রুম্পা। 

চলচ্চিত্র ও গণমাধ্যমে এর উপস্থিতি এবং ইতিহাস, চলচ্চিত্রে রাজনৈতিক প্রভাব, শিষ্টাচার ও নৈতিকতা, চলচ্চিত্র সমালোচনা, প্রযোজনা ও বিশ্ব চলচ্চিত্র পরিস্থিতি, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে এই কর্মশালায় সেশন পরিচালনা করা হয়। ২৩ তারিখ এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি'র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। সমাপনি দিনে পিআইবি’র মহা পরিচালক জনাব ফারুক ওয়াসিফ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন। 

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষে আয়োজনকারী সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, এ ধরনের কর্মশালা সাংবাদিকতার বিভিন্ন শাখার মত বিনোদন শাখার সকলের জন্যেই অপরিহার্য। ২৩ ও ২৪ সেপ্টেম্বরের যাত্রা শুরু করার মাধ্যমে এর ধারবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। বিনোদন ও সংস্কৃতির শাখার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়াসে এ ধরনের কর্মশালা আয়োজনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কাম্য।

এমএসএম / এমএসএম

রোজার ইনস্টাগ্রামে কার ছবি দেখা যাচ্ছে

ভালোবাসা ও বেদনার গল্প নিয়ে প্রকাশ হলো ‘বকুলের প্রেমে

মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে

নতুন বছরের ধামাকা: বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৮

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট

টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের

পিয়াল হোসেনের আয়োজনে নিউইয়র্কে দেশীয় ফ্যাশন

৩০ বছরের পুরোনো গান দিয়ে মারিয়া ক্যারির অনন্য রেকর্ড

‘আপনাদের ভালোবাসা চাই’

হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান