বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দার-এর বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ

সৌদিআরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ডকলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়টিতে কোরআন তেলওয়াত, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও বানিজ্য মেলা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর মাঠ প্রাঙ্গনে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোহাম্মদ জসিম
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, বিশেষ অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ওমর ফারুক, পরিচালক মোহাম্মদ মামুন সহ স্কুলের শিক্ষক-শিক্ষীকা, শিক্ষার্থী অবিভাবক বৃন্দ।
প্রধান অতিথি সৈয়দা নাহিদা হাবিব শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবজ্ঞান ভিত্তিক শিক্ষার মাধ্যমে পরিপূর্ণ মানুষ হওয়ার, আমরা কারও অধীনপ্র নয়, নিজেরাই স্বাবলম্বী হব, নিজেদের উদ্যোক্তা হিসেবেই গড়ে তুলতেই তিনি গুরুত্বারোপ করেছেন। তিনি মাদক দ্রব্য থেকে বিমুখ করতে শিশুদের নৈতিক মূল্যবোধ শিক্ষার দিকে আহ্বান করেন।
তিনি আরও বলেন, ‘সাংস্কৃতিক আন্দোলন করতে গিয়ে সংস্কৃতির প্রাধান্য দেওয়ার কোন কারণ নেই, আমি যে মানুষ এটা শেখাতে হবে।’ তিনি শিশুদের জন্য একটি সুস্থ পৃথিবীর আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মামুন। তিনি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে যে স্কিলগুলো দরকার পড়বে এবং বৈশ্বিক জব সেক্টরে কাজ করার মতো দক্ষতা তৈরি হবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের, আগামীতে তাঁরা নিজেরাই এক একজন উদ্যোক্তা হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করবে।
Aminur / Aminur

ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দার-এর বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো হাজারো মানুষকে

বিশ্ববাজারে ভাঙল সোনার দামের আগের সব রেকর্ড

গাজার রাফাহ ক্রসিং খুলছে আজ

মেক্সিকোতে বন্যা, ১৩০ মৃত্যুর শঙ্কা

সীমান্তে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে ফের সংঘাত শুরু

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে হঠাৎ ‘সুন্দরী’ বলে প্রশংসা করলেন ট্রাম্প

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি
