ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বিএফডিসিতে স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসির শুটিং সম্পন্ন


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২০-১০-২০২৫ রাত ৯:৫৮

তৌসিফ মাহবুবের অভিনয়ে আধুনিকতা ও দেশীয় গর্বের ছোঁয়া
দেশের জনপ্রিয় ও বিশ্বস্ত জুতা ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের নতুন ডিজাইনের পণ্যকে কেন্দ্র করে নির্মাণ করেছে এক মনোমুগ্ধকর টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি)।


গতকাল (১৯ অক্টোবর, রবিবার) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে।বিজ্ঞাপনটির মূল চরিত্রে অভিনয় করেছেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও শিল্পী।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন টিভিসিতে তুলে ধরা হয়েছে স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, আধুনিক ডিজাইন এবং ফ্যাশনের সঙ্গে আরামের সমন্বয়। টিভিসি প্রচারের পর ব্র্যান্ডের বাজার সম্প্রসারণ ও ইমেজ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
টিভিসি নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তৌসিফ মাহবুব বলেন,
“স্টেপ ফুটওয়্যার বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড, যার অগ্রযাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এখানে স্টাইল, আরাম ও দেশীয় গর্ব—সবই একসঙ্গে আছে। আশা করি, এই বিজ্ঞাপনটি তরুণদের আত্মবিশ্বাসী ও নিজস্ব স্টাইল বেছে নিতে অনুপ্রাণিত করবে।”
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন,
“আমরা চাই গ্রাহকরা শুধু জুতো নয়, একটি অভিজ্ঞতা অনুভব করুন—যা তাদের প্রতিদিনের আত্মবিশ্বাসের অংশ হয়ে ওঠে। আমাদের নতুন টিভিসি সেই বার্তাই বহন করবে, যা স্থানীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে নিয়ে যাবে।”
এই জাঁকজমকপূর্ণ টিভিসির নির্মাণের দায়িত্বে ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন, যারা ১৯৮৯ সাল থেকে পেশাদারিত্ব, সৃজনশীলতা ও বিশ্বাসযোগ্যতার মাধ্যমে বিজ্ঞাপন নির্মাণে সুনাম অর্জন করে আসছে।

আবিদ রহমান / আবিদ রহমান

রোজার ইনস্টাগ্রামে কার ছবি দেখা যাচ্ছে

ভালোবাসা ও বেদনার গল্প নিয়ে প্রকাশ হলো ‘বকুলের প্রেমে

মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে

নতুন বছরের ধামাকা: বঙ্গ-তে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৮

বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট

টাইমসটুডে-তে ডিজিটাল মিডিয়া প্রধান হিসেবে যোগদান সিফাত তন্ময়ের

পিয়াল হোসেনের আয়োজনে নিউইয়র্কে দেশীয় ফ্যাশন

৩০ বছরের পুরোনো গান দিয়ে মারিয়া ক্যারির অনন্য রেকর্ড

‘আপনাদের ভালোবাসা চাই’

হুগো শাভেজ-চমস্কি আমার বাবার বন্ধু ছিলেন : মেঘনা আলম

অভিনয় ছাড়ার কারণ জানালেন প্রসূন আজাদ

রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে : হিনা খান