ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রাজ আমাকে জোর করে চুমু খেয়েছিল : শার্লিন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২১ দুপুর ৩:১৯

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা কদিন আগেই জামিন পেয়েছেন। টানা দুই মাস কারাগারে থাকার পর গত ২১ সেপ্টেম্বর মুক্তি পান তিনি। পর্নোগ্রাফি বানানো এবং তা প্রচারের মাধ্যমে আয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এই ব্যবসায়ী।

রাজ কুন্দ্রার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছিলেন, তাদের একজন শার্লিন চোপড়া। এই মডেল ও অভিনেত্রী বিস্ফোরক সব তথ্য প্রকাশ্যে আনেন। তার বয়ানও গুরুত্বের সঙ্গে রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

এদিকে রাজের জামিন পাওয়ার পর শিল্পা শেঠিকে খোঁচা দিয়েছেন শার্লিন। টুইট করে তিনি বলেছেন, টিভিতে আপনি অনেক কিছুই করেন, বলেন। শিল্পীকে প্রণাম করতেও দেখা যায় আপনাকে। মাঝেমধ্যে একটু টিভির পর্দা থেকে বেরিয়ে কিছু একটা করুন। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে বাইরের জগতটার দিকে তাকান। সেলিব্রিটির মুখোশ খুলে মানুষকে সাহায্য করুন। দেখবেন আপনার সামনে সবাই মাথা নোয়াবে।

এর আগে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন শার্লিন চোপড়া। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ২০১৯ সালের শুরুর দিকে আমার সহকারীকে ফোন করেন রাজ। রাজ আমার নামে একটি অ্যাপ তৈরি করার কথা বলেছিলেন। তারপর হঠাত্‍ আমার বাড়িতে এসে হাজির হন। রাজের সঙ্গে ওই অ্যাপ নিয়ে তর্কও হয়েছিল। এরপরই হঠাত্‍ আমাকে জোর করে চুমু খেতে শুরু করেন রাজ! আমি বাধা দিলেও তিনি আমার কথা শোনেননি।

শুধু তাই নয়, শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক ছিল না বলেও জানিয়েছিলেন শার্লিন। সেই দুঃখ তার কাছেই নাকি প্রকাশ করতেন রাজ। শোনা যায়, রাজের পর্নোভিডিওতে অভিনয় করেছিলেন শার্লিন। একেকটি প্রজেক্টের জন্য রাজের কাছ থেকে ৩০ লাখ রুপি করে পেতেন এই অভিনেত্রী। এরকম ১৫ থেকে ২০টি প্রজেক্টে কাজ করেছিলেন বলে জানা যায়।

জামান / জামান

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী