ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সংগীতশিল্পী লুর্পণা মুৎসুদ্দি লোপার মায়ের নামে শিক্ষাবৃত্তি প্রদান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৯-২০২১ বিকাল ৬:৭

জনপ্রিয় লোকসংগীতশিল্পী লুর্পণা মুৎসুদ্দি লোপা মা সমাজ সেবক উষা রানী মুৎসুদ্দির প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে গরিব অসহায় শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করেছে। শুক্রবার  চট্টগ্রাম নগরীর লালখান বাজার নিজ বাস ভবনে এ শিক্ষা বৃত্তি গরীব অসহায় শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র ও জয়বাংলা মাল্টিমিডিয়ার আয়োজনে সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপার মায়ের স্মরণসভা ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪ চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী, প্রধান আলোচক ছিলেন দৈনিক সমকাল ডিজিএম নাট্যকার সুজিত কুমার দাশ, সাপ্তাহিক পূর্ববাংলা সম্পাদক এম আলী হোসনে, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম॥

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আসিফ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জয় বাংলা মাল্টিমিডিয়া চেয়ারম্যান জনি বড়ুয়া, শিক্ষাবিদ বিজয় শঙ্কর দাশ, বাবুল বড়ুয়া, সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা প্রমুখ।

উল্লেখ্য, লোকসংগীতশিল্পী লুর্পণা মুৎসুদ্দি লোপা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মশত বার্ষিকী উপলক্ষে ১০০টি গান, ১০০ মিনিটের লাইভ অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে টানা ৭৫ দিনের ৭৫টি লাইভ অনুষ্ঠান করে ব্যাপক আলোচিত হয়েছে। 

জামান / জামান