ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খোলা পিঠে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৬-২০২১ রাত ৯:৪৭

দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় নিয়ে ব‌্যস্ত সময় পার করলেও সোশ‌্যাল মিডিয়ায় দারুণ সরব এই অভিনেত্রী। সম্প্রতি জয়া নস্টাগ্রামে তার কয়েকটি ছবি ইপোস্ট করেছেন, যা অন্তর্জালে উষ্ণতা ছড়াচ্ছে।

গত ৩০ মে দুটি ছবি জয়া তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, লাল রঙের পোশাক পরে আছেন জয়া। খোলা পিঠের এসব ছবিতে লাস‌্যময়ী রূপে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এর তিনদিন পর একই পোশাকের আরো দুটি ছবি পোস্ট করেন জয়া আহসান। আর ক‌্যাপশনে লিখেন—‘যেখানে আলো আছে আমাকে সেখানে রাখুন।’

এসব ছবি পোস্ট করার পর থেকে প্রশংসাসূচক বাক‌্যে ভেসে যাচ্ছেন জয়া। তার ভক্তদের মতো অস্ট্রেলিয়া থেকে মন্তব‌্য করেছেন ‘মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া-২০১৩’ বিজয়ী মডেল-অভিনেত্রী এরিন হল‌্যান্ড। কমেন্ট বক্সে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘অপূর্ব।’ যদিও এই বিদেশির মন্তব‌্যের কোনো উত্তর দিতে দেখা যায়নি জয়া আহসানকে।

বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন জয়া। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলার সিনেমায় অভিনয় করে চলতি বছর ঘরে তুলেছেন ফিল্মফেয়ার অ‌্যাওয়ার্ড। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত টলিউড সিনেমা ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা লাভ করেন জয়া।

কলকাতার বেশকিছু সিনেমার কাজ জয়ার হাতে রয়েছে। করোনা সংকটের কারণে শুটিং করতে পারছেন না এই অভিনেত্রী। তাছাড়াও তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। 

জামান / জামান

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়