বিএসটিআই’র অভিযানে থামছে না ভেজাল পণ্যের দৌরাত্ম্য
দেশের ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়ত বিএসটিআই(বাংলাদেশ স্ট্যার্ন্ডাডস এন্ড টেস্টিং ইনস্টটিউিশন) অভিযান পরিচালনা করলেও থামানো যাচ্ছেনা ভেজাল পণ্যের দৌরাত্ম্য। প্রতিনিয়ত বাড়ছে ভেজাল পণ্যের সংখ্যা। দেশীয় বিভিন্ন কোম্পানীর পণ্যের নামে ভেজার পণ্য তৈরি করছে এক প্রকার অসাধু ব্যবসায়ীরা। বিদেশী বিভিন্ন ব্যান্ডের নামে ক্ষতি কারক কসমেডিস পণ্য তৈরি করে এ দেশের বাজারে তা উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। যা ব্যবহার করলে ক্যান্সর পর্যন্ত হতে পারে। বিএসটিআই এসব ভেজাল পণ্য রোধে ব্যাপক প্রস্তুতি নিলেও কার্যতো কোন কাজ হচ্ছেনা।
বিএসটিআই সূত্রে জানা গেছে, গত জুলাই ২০২৪ থেকে ২৫ সালের সেপ্টেম্বার পর্যন্ত ১ হাজার ৪২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে( মোবাইল কোর্ট) ১হাজার ২০টি,মামলা নিষ্পত্তির সংখ্যা ১হাজার ২০টি। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ৩ কোটি ৩৮লাখ ২৫হাজ্রা টাকা। জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যা(মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স) ১হাজার ১১২টি। প্রতিষ্ঠান সিলগালার সংখ্যা ৪৬টি, বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে ১১জনকে।
বিএসটিআই অভিযান সূত্রে জানা গেছে, চলতি অক্টোবার মাসে গত ১২ অক্টোবারে বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউসুফ কনফেকশনারী প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক ও পাউরুটি পণ্য বিক্রয়-বিতরন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
গত ১৩ অক্টোবার একই ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ঢাকা মহানগরীর ডেমরা এলাকায় এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে জেএন ফুড পেস্ট্রি শপ এন্ড লাইভ বেকারীকে বিস্কুট, কেক ও পাউরুটি পণ্যগুলোর মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন ইত্যাদি তথ্য উল্লেখ না থাকায় এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উক্ত পণ্যগুলি বিক্রয়-বিতরণ ও বাজারজাত করায় ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় । এছাড়া অতি দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের জন্য বিজ্ঞ আদালত উক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিকে নির্দেশ প্রদান করে। এ ভাবে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হলেও কমছে না ভেজার পণ্যের দৌরাত্ম্য।
ধারাবাহিক ভাবে একই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মেসার্স তিতাস বেকারী সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত কেক ও বিস্কুট উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং দ্রুততম সময়ের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করে সিএম লাইসেন্স সংগ্রহ করে আইনসম্মতভাবে পণ্য উৎপাদন নিশ্চিত করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
একই ভাবে আমাদের আশেপাশে ভেজাল পণ্যের দৌরাত্ম্য বাড়ছে এবিষয় বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের কাছে জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন, আমরা প্রতিদিনই কোন কোন এলাকায় অভিযান পরিচালনা করছি তবুও ভেজাল উৎপাদন থামছে না। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। জনগণ ভেজাল পণ্য দেখলে আমাদেরকে অথবা আইন প্রয়োগকারী বাহিনীকে জানাতে পারে। এ ছাড়া বর্তমান প্রচলিন আইনকেও পরিবর্তন করতে হবে। কারণ প্রচালিন আইনে ভেজাল পণ্যে উৎপাদনের জন্য যে শাস্তি আছে তা যথেষ্ট নয়, তাই আইনের পরিবর্তন আনলে ভেজাল পন্যের উৎপাদন ও বিক্রি কিছুটা কমবে বলে আমি মনে করি। ভেজাল পণ্য উৎপাননে কঠিন শাস্তি থাকলে কেউ আর ভেজাল পণ্য উৎপাদনে সাহস করবেনা। তিনি উদারণ দিয়ে বলেন, একবার দুধে মেলামাইন মিশ্রন করে ধরা পড়লে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল এর পর থেকে দুধে আর মেলামাইন মিশ্রন করা হয়নি। তাই আইন যত কঠিন হবে, ভেজাল উৎপাদন কমবে।
Aminur / Aminur
নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ
এবারের সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয় : শিশির মনির
জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই : পররাষ্ট্র উপদেষ্টা
সুপারিশগুলো অধ্যাদেশ ও আদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ
বিএসটিআই’র অভিযানে থামছে না ভেজাল পণ্যের দৌরাত্ম্য
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা
উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে ‘বিভ্রান্তি’, সরকারের বিবৃতি
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১
গভীর নিম্নচাপ রূপ নিলো ঘূর্ণিঝড়ে, ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত