নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ
আগামী নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ করছে। তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এজন্য স্মারকলিপি দেবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে দলগুলো একত্র হতে থাকে। জামায়াতে ইসলামী অবস্থান নেয় পাকামার্কেট সংলগ্ন এলাকায়। অন্যান্য দলগুলোও নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে।
এ সময় তাদের নভেম্বরে গণভোট, জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনেরও পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জামায়াত ছাড়াও অবস্থান নেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট পাঁচটি দাবিতে এ কর্মসূচি করছে।
দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এমএসএম / এমএসএম
ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‘শাপলা কলি’
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে : মির্জা ফখরুল
কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে তারেক রহমানের মহাপরিকল্পনা
নভেম্বরে গণভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ
রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের
নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ হলে দায় প্রধান উপদেষ্টারই: ফখরুল
কোনো কারণে নির্বাচন যথাসময়ে নাও হতে পারে, তবে জুলাই সনদ হতে হবে : তাহের
ঐকমত্য কমিশন নিয়ে যে অভিযোগ সালাহউদ্দিনের
বিএনপির অবস্থান পরিবর্তন হয়নি, গণভোট ও নির্বাচন হতে হবে একই দিনে: আমীর খসরু
বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের
আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাহউদ্দিন
আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির