ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ২৬-১১-২০২৫ রাত ৯:১৬

বেসরকারি খাতে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ, তিন নতুন শিল্প এলাকা,দক্ষিণাঞ্চলে তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক করিডর,
দেশের দ্বিতীয় বৃহৎ গ্যাসসমৃদ্ধ অঞ্চল ভোলা দ্রুতই দেশের অন্যতম শিল্পকেন্দ্রে পরিণত হতে চলেছে। তিনটি গ্যাসক্ষেত্রকে কেন্দ্র করে সরকার এখানে গড়ে তুলছে তিন ধাপের বৃহৎ শিল্পাঞ্চল। দীর্ঘদিন ধরে উৎপাদন না বাড়লেও এখন সোয়া ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসকে কাজে লাগাতে শুরু হয়েছে পরিকল্পিত শিল্পায়ন।

 

এ উদ্যোগ বাস্তবায়িত হলে বদলে যাবে ভোলার অর্থনীতি, কর্মসংস্থান বাড়বে লাখের কাছাকাছি, এবং দক্ষিণাঞ্চল পাবে একটি পূর্ণাঙ্গ শিল্প করিডর।

তিন ধাপের শিল্পায়ন পরিকল্পনা: ভোলার রূপান্তরের নীলনকশা

জ্বালানি বিভাগের পরিকল্পনায় ভোলায় গড়ে উঠছে তিনটি আলাদা ধরণের শিল্পাঞ্চল:

১. ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের জন্য বিসিক শিল্প এলাকা

স্থানীয় উদ্যোক্তাদের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে বিসিক শিল্প নগরী নির্মাণের প্রস্তুতি চলছে। এখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, ভোগ্যপণ্যসহ ছোট ও মাঝারি কারখানা স্থাপনের সুযোগ থাকবে।

. বড় উদ্যোক্তাদের জন্য বিশেষ শিল্পাঞ্চল

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর জন্য বড় আকারের জমি নিয়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ শিল্পাঞ্চল। উচ্চ গ্যাসচাপ ও স্থায়ী সরবরাহ নিশ্চিত করে এই অঞ্চলে ভারী শিল্প ও রপ্তানিমুখী কারখানার বড় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য।

. বিদেশি বিনিয়োগ আনতে ইপিজেড

ভোলা এবার EPZ পাওয়া জেলাগুলোর তালিকায় যুক্ত হতে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারী ও বহুজাতিক কোম্পানিগুলোর জন্য আধুনিক অবকাঠামো, কর ছাড় ও সহজ ব্যবসা সুবিধা দেওয়া হবে।

এ তিনটি অঞ্চল বাস্তবায়িত হলে ভোলার শিল্পায়ন কয়েক গুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এর পাশাপাশি নতুন একটি সার কারখানা নির্মাণের জন্য জমি অধিগ্রহণও সম্পন্ন হয়েছে। দক্ষিণাঞ্চলের কৃষি খাত এতে বড় সুবিধা পাবে।

জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে শিল্পায়নই প্রধান লক্ষ্য। শিল্পকারখানা বাড়লে শুধু চাকরিই নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনীতি বদলে যাবে।

বেসরকারি খাতে বড় বিনিয়োগ: ভেদুরিয়ায় দেশের সর্ববৃহৎ শিল্পপার্ক

ভোলার শিল্পায়নের বড় নায়ক হচ্ছে বেসরকারি খাত। ভেদুরিয়ায় প্রাণ-আরএফএল গ্রুপ নির্মাণ করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পপার্ক।

জমি: ১,০০০ একর

বিনিয়োগ: ৬,০০০ কোটি টাকা

সম্ভাব্য কর্মসংস্থান: ২৫,০০০–৩০,০০০ জন

এখানে উৎপাদিত হবে-
প্লাস্টিক, পাইপ, ট্যাংক, সিরামিক, গ্লাসওয়্যার, ফাইবার-ভিত্তিক পণ্যসহ বহু গ্যাসনির্ভর পণ্য।
নদীপথে পণ্য পাঠানোর সুবিধায় এই শিল্পপার্ক ভোলা-পায়রা-মোংলা বন্দর অর্থনৈতিক চক্রকে শক্তিশালী করবে।

এ ছাড়া শেলটেক গ্রুপ ২০১৯ সালে ভোলায় সিরামিক কারখানা স্থাপন করে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে, যা এখন পুরোপুরি লাভজনকভাবে চলছে-ভোলার গ্যাসের সম্ভাবনাকে নিশ্চিত করেছে এই বিনিয়োগ।

গ্যাসের পরিবহন: পাইপলাইন, এলএনজি নাকি সিএনজি-চলছে তিন বিকল্প বিশ্লেষণ

ভোলার গ্যাস কীভাবে দেশের অন্য অঞ্চলে নেওয়া হবে-তা নিয়ে চলছে তিন ধরণের সমীক্ষা:

১. ভোলা-বরিশাল পাইপলাইন

সম্ভাব্যতা যাচাই শেষ। এ প্রকল্প হলে দক্ষিণাঞ্চলের জ্বালানি নিরাপত্তা বাড়বে।

২. বরিশাল–ঢাকা পাইপলাইন

সমীক্ষা চলছে। বাস্তবায়িত হলে রাজধানীর গ্যাসচাপ কমার সম্ভাবনা রয়েছে।

৩. এলএনজি দিয়ে নদীপথে পরিবহন

এখনো মূল্যায়ন হয়নি। প্রযুক্তিগতভাবে জটিল হওয়ায় সময় লাগতে পারে।

৪. সিএনজি করে পরিবহন

ট্রাকে করে সিএনজি পাঠানোর সক্ষমতা দিনে প্রায় ৫০ লাখ ঘনফুট,
কিন্তু বাস্তবে যাচ্ছে মাত্র ৮-৯ লাখ ঘনফুট।

সরকারিভাবে তাই এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে,ভোলাতেই বৃহৎ গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলা কৌশল।

গ্যাসের দাম কমানোর উদ্যোগ: বিনিয়োগে নতুন গতি

বর্তমানে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ইউনিটপ্রতি ৪০ টাকা।
ভোলায় বিনিয়োগ বাড়াতে এ দাম ৩০ টাকায় নামানোর প্রস্তাব করা হয়েছে। অনুমোদনের জন্য শিগগিরই ফাইল যাবে বিইআরসিতে।

এতে উদ্যোক্তাদের বিনিয়োগ আগ্রহ আরও বাড়বে বলে নিশ্চিত জ্বালানি বিশেষজ্ঞরা।

গ্যাসক্ষেত্রের বর্তমান অবস্থা
গ্যাসক্ষেত্র    আবিষ্কার    উৎপাদন
শাহবাজপুর    ১৯৯৫    চলছে (২০০৯ থেকে)
ভোলা নর্থ    ২০১৮    শুরু হয়নি
ইলিশা    ২০২৩    শুরু হয়নি

বাপেক্স উত্তোলন করছে, আর বিতরণ করছে সুন্দরবন গ্যাস কোম্পানি।

ভোলার অর্থনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে,

ভোলায় শিল্পাঞ্চল চালু হলে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে

দক্ষিণাঞ্চল থেকে ঢাকা মুখী কর্মযাত্রা কমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে

গ্যাসক্ষেত্রগুলোর উন্নয়ন দ্রুত হবে

দেশের শিল্পাঞ্চলগুলোর গ্যাসচাপ কমে উৎপাদন বাড়বে

ভোলা-বরিশাল-পায়রা-পটুয়াখালী হয়ে নতুন অর্থনৈতিক করিডর তৈরি হবে

বহু বছর ধরে ধীরগতির কাজের পর এবার ভোলার শিল্পায়ন সত্যিই গতি পেয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে গেলে ভোলা খুব শিগগিরই হয়ে উঠতে পারে দেশের অন্যতম বৃহৎ শিল্পকেন্দ্র,এমনই আশা সরকারি মহল, বিনিয়োগকারী এবং স্থানীয় মানুষের।

আবিদ রহমান / আবিদ রহমান

ভোলায় গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চল গড়ার পথে সরকার

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিমের গ্রেড–৩ থেকে গ্রেড–২ এ পদোন্নতি

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির