ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা
পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করেছে রুশ সেনারা। যদি বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয় তাহলে এটি রাশিয়ার জন্য অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হবে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) মস্কো শহরটি দখলের তথ্য জানায়।
যদিও ইউক্রেন এটি অস্বীকার করেছে। দেশটি বলেছে, যুদ্ধ বন্ধের আলোচনাকে প্রভাবিত করতে রাশিয়া এমন দাবি করছে।
গুরুত্বপূর্ণ ওই শহর ও হাবটিতে দীর্ঘদিন ধরে তীব্র লড়াই চলছিল। এটির দখল নিতে রাশিয়ার অনেক সেনা নিহত ও আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের অসংখ্য সেনাও প্রাণ হারিয়েছেন।
কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় সেটি নিয়ে আলোচনা করতে গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর কয়েক ঘণ্টা পরই গুরুত্বপূর্ণ শহরটি দখলদের তথ্য জানায় রাশিয়া।
রাশিয়ার এ দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন, “যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের তথ্য ছড়ানো হবে।”
এছাড়া যুদ্ধ বন্ধের আলোচনা প্রভাবিত এবং পশ্চিমাদের জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এরআগে সোমবারের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানায়, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তাদের সেনারা পোকরোভস্ক ও আশপাশের অঞ্চলের দখল নিজেদের কাছে রেখেছে এবং শত্রুবাহিনীর সেনাদের প্রতিহত করে যাচ্ছে।
গত রোববার সেনাদের সঙ্গে দেখা করতে যুদ্ধের সম্মুখে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় দেশটির সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভ পুতিনকে শহরটি দখলের তথ্য জানান।
দেশটির প্রেসিডেন্টের দপ্তরের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পোকরোভস্কের সিটি সেন্টারে রাশিয়ার পতাকা টানাচ্ছেন দেশটির সেনারা। যা সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে।
সড়ক ও রেল যোগাযোগ থাকায় পোকরোভস্ককে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ শহর হিসেবে দেখা হতো। কিন্তু রাশিয়ার অব্যাহত ড্রোন হামলার কারণে সড়ক-রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন রসদ সরবরাহের জন্য বিকল্প পথ খুঁজে নেয়।
সূত্র: সিএনএন
Aminur / Aminur
আমি সোমালিদের যুক্তরাষ্ট্রে চাই না: ট্রাম্প
১১ বছর আগে নিখোঁজ হওয়া বিমানের খোঁজ ফের শুরুর ঘোষণা মালয়েশিয়ার
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা
ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া : চার দেশে মৃত ৯ শতাধিক, নিখোঁজ বহু
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
কৃষ্ণসাগরে রাশিয়ার ২ ট্যাঙ্কার জাহাজ উড়িয়ে দিলো ইউক্রেন
আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬২
পাকিস্তানে ভূমিকম্প, তীব্র কম্পনে ঘর থেকে বেরিয়ে গেলেন মানুষ