শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বরাবরই তার ভিন্নধর্মী লুকের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ভাইজানকে দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা। দীর্ঘদিনের গোঁফ রাখা চেহারা বদলে একদম ‘ক্লিন শেভড’ লুকে জনসমক্ষে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
জানা গেছে, সালমান খান তার আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং শেষ করে ফিরেছেন। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে দীর্ঘদিন তাকে গোঁফ এবং একটি বিশেষ লুক ধরে রাখতে হয়েছিল। তবে লাদাখের দুর্গম অঞ্চলে শুটিংয়ের ঝক্কি শেষ করেই নিজের চেহারা পরিবর্তন করেছেন তিনি। বিমানবন্দরে তাকে কালো টি-শার্ট, ডেনিম জিনস এবং জ্যাকেট পরা অবস্থায় দেখা গেলেও ভক্তদের মূল নজর কেড়েছে তার মসৃণ ও ক্লিন শেভড চেহারাটি।
‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং হয়েছে লাদাখের মতো প্রতিকূল পরিবেশে, যেখানে তীব্র ঠান্ডা ও অক্সিজেনের অভাব ছিল। এমন কঠিন শিডিউল শেষে সালমানের এই লুক পরিবর্তনকে অনেকেই তার স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন। সাধারণত ‘দাবাং’ সিনেমার চুলবুল পান্ডের মতো গোঁফওয়ালা লুকে তাকে দেখে অভ্যস্ত দর্শকদের জন্য এটি ছিল এক বিরাট চমক।
অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, দীর্ঘ শুটিংয়ের পর বর্তমানে সালমানের কিছুটা বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপরই তিনি মুম্বাইয়ে পরবর্তী দফার কাজ শুরু করবেন। ৬০ ছুঁইছুঁই বয়সেও এই চেহারার পরিবর্তন প্রমাণ করে , সালমানের গ্ল্যামার এখনও অমলিন। সামাজিক মাধ্যমে তার এই নতুন লুকের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। এখন সালমানের পরবর্তী প্রজেক্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।
Aminur / Aminur
কাজ হারানোর ভয়ে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা
শুটিং শেষে চেনা যাচ্ছে না সালমান খানকে, চমকে গেল ভক্তরা
ছেলের জন্য বাঁচতে চান দীপিকা
বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা, লিখলেন— ‘তাদের মরতে দাও’
অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
পুরুষ করলে বাহবা পায় নারী করলেই দোষ : মালাইকা
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার?
কণ্ঠ দিয়ে চমকে দিলেন ফারিণ, ঝড় তুলল ‘মন গলবে না’
বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে’
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা