ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

জেদ্দায় উদ্বোধন হলো 'মেইড ইন বাংলাদেশ' একক এক্সপো- ২০২৫


মোহাম্মদ ফিরোজ,  সৌদিআরব photo মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব
প্রকাশিত: ১২-১২-২০২৫ দুপুর ৪:৫৯

 জেদ্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’। বাংলাদেশি পণ্য ও ট্যুরিজম খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করার লক্ষ্যেই জেদ্দায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
গতকাল ১১ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাণিজ্যিক নগরী জেদ্দার হোটেল রেডিসন ব্লোর এলিট হল রুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’। ১১ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, কনসাল (কনস্যুলার) এ এস এম সায়েম, কনসাল (হজ) আসলাম উদ্দিন, কাউন্সেলর (হজ) মোঃ কামরুল ইসলাম, কাউন্সেলর (শ্রম) মোঃ আরিফুজ্জামান, বাংলাদেশ থেকে আগত চিত্র নায়ক ওমর সানি, অভিনেতা নিরভ, অভিনেত্রী রিচি সুলাইমান ও জনপ্রিয় অভিনেত্রী তানজিম তিশাসহ কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ।
কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন, “বাংলাদেশের অনেক সম্ভাবনাময় সেক্টর আছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মতো শক্তিশালী এবং যা আমাদের গর্বিত করে। এ ধরনের প্রদর্শনী প্রবাসী উদ্যোক্তা, সৌদি ব্যবসায়ী এবং আমদানিকারকদের সঙ্গে আমাদের রপ্তানি খাতের সম্পর্ক আরও জোরদার করবে।”
কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন—মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে, এবং সৌদি ভিশন ২০৩০–এর সুযোগ কাজে লাগাতে হলে রপ্তানি প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য ও প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের রপ্তানি বহুগুণে বাড়বে।
মেড ইন বাংলাদেশ এক্সপোর আয়োজক এবং বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান মোঃ লিটন আহমেদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবং বাংলাদেশের পণ্য ও দক্ষতাসম্পন্ন সেবা খাতকে মধ্যপ্রাচ্যে আরও প্রচারের লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এক্সপো শুরুর আগে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত বাণিজ্যিক কনফারেন্সে সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন সেক্টরের সম্ভাবনার প্রশংসা করেন। তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতার আশ্বাসও দেন।
এবারের এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে টেক্সটাইলস, শিশুপণ্য, প্লাস্টিক খেলনা, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হস্তশিল্প এবং হোটেল–হসপিটালিটি সেক্টরের প্রতিষ্ঠানসমূহ। প্রদর্শনীটি মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী করবে বলে আশা করছেন আয়োজকরা।
‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ আয়োজনে সহযোগিতায় রয়েছে জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্সেস । আয়োজকদের প্রত্যাশা—এই প্রদর্শনী মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

জেদ্দায় উদ্বোধন হলো 'মেইড ইন বাংলাদেশ' একক এক্সপো- ২০২৫

আমদানির পরও পেঁয়াজে স্বস্তি নেই, নাগালে নতুন আলু

আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ সফলভাবে সম্পন্ন

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০

ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন

নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা

কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির

ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি