‘ঠিকঠাক’ করার নামে অন্তত ১৮ মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ‘ঠিকঠাক’ করে দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। গতকাল সোমবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই প্রকল্প শেষ হতে তাঁর হিসাবে ১৮ মাসেরও কম সময় লাগতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্পের এসব মন্তব্য ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি উপস্থিতির ইঙ্গিত দেয়। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো গ্রেপ্তারের কয়েক দিন পরই তিনি এ কথা বললেন এবং পুরো উদ্যোগটিকে তিনি ব্যাপক সমর্থনপ্রাপ্ত বলে উপস্থাপন করেন।
ট্রাম্প জানান, আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র দেশটিকে ‘ঠিকঠাক’ করতে সহায়তা না করা পর্যন্ত ভেনেজুয়েলাবাসীর ভোট দেওয়ার ‘কোনো উপায় নেই।’ তিনি বলেন, ভেনেজুয়েলাকে আবার ‘স্বাভাবিক অবস্থায় ফেরাতে’ একটি নির্দিষ্ট সময় লাগবে।
মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউইয়র্কে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারসহ বিভিন্ন ফেডারেল অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পরই এনবিসির কাছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে নিজের পরিকল্পনার কথা বলেন ট্রাম্প। আদালতে মাদুরো দম্পতি অভিযোগ অস্বীকার করেছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নেই। তবে তিনি সতর্ক করে দেন, সোমবার মাদুরোর উত্তরসূরি হিসেবে শপথ নেওয়া ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ যদি যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে দ্বিতীয় একটি সামরিক অভিযান সম্ভব।
তিনি বলেন, রদ্রিগুয়েজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে নাকি প্রত্যাহার করা হবে—সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্প্যানিশ ভাষায় রদ্রিগুয়েজের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের ‘সম্পর্ক খুবই শক্তিশালী।’
ট্রাম্প জানান, মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—এই চারজন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা তদারকিতে ভূমিকা রাখবেন। এনবিসিকে ট্রাম্প আরও বলেন, যে তেল কোম্পানিগুলো এসব প্রকল্পে বিনিয়োগ করবে, তারা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অথবা উৎপাদিত আয়ের মাধ্যমে অর্থ ফেরত পাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স অ্যাক্সিওসকে বলেন, ‘আমাদের সব তেল কোম্পানি ভেনেজুয়েলায় বড় বিনিয়োগ করতে প্রস্তুত ও আগ্রহী। এতে দেশটির তেল অবকাঠামো পুনর্গঠিত হবে, যা অবৈধ মাদুরো সরকার ধ্বংস করে দিয়েছিল।’
সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাওয়া নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দল থেকেই সমালোচনা উঠলেও ট্রাম্পকে এতে অনুতপ্ত বলে মনে হয়নি। ট্রাম্প বলেন, ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন—মাগা এটা ভালোবাসে। মাগা আমার কাজ ভালোবাসে। মাগা আমি যা করি সবই ভালোবাসে। মাগা মানেই আমি। মাগা আমি যা করি সবই ভালোবাসে, আর আমিও আমার সব কাজ ভালোবাসি।’
তিনি আরও বলেন, কংগ্রেস যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।
Aminur / Aminur
এবার ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা দিলেন ট্রাম্প
আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো
জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প
ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে
জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প
‘ঠিকঠাক’ করার নামে অন্তত ১৮ মাস ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করতে চান ট্রাম্প
মার্কিন আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর
তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প
ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা নেতানিয়াহুর
মাদুরোকে ৫ মাস নিবিড় নজরদারিতে রেখেছিলেন মার্কিন গোয়েন্দারা
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান : এ পর্যন্ত যা জানা গেল