ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রাজনীতি নিয়ে যা বললেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২৬ দুপুর ১০:৫৩

অভিনয় আর রাজনীতি- দুই অঙ্গনেই একসময় সমানভাবে সক্রিয় ছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হন তিনি। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন মিমি। এই সিদ্ধান্ত ঘিরে তখন অনেক প্রশ্ন উঠলেও এবার একটি সাক্ষাৎকারে সেই কারণগুলো স্পষ্টভাবে তুলে ধরলেন অভিনেত্রী।
মিমির ভাষ্য অনুযায়ী, অভিনয় এবং রাজনীতি একসঙ্গে সামলানো তার পক্ষে ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। তিনি বলেন, রাজনীতিতে যুক্ত থাকলে সময় দিতে হয় সীমাহীনভাবে, যা একজন নিয়মিত কর্মরত অভিনেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি পরিবার, বাবা-মা ও ব্যক্তিগত জীবনের দায়িত্বও তাকেই সামলাতে হয়। বিভিন্ন জায়গায় উপস্থিত থাকার রাজনৈতিক বাধ্যবাধকতা তার জীবনের অন্যান্য অগ্রাধিকারগুলোকে ব্যাহত করছিল বলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
তারকাদের জীবন নিয়ে প্রচলিত ভুল ধারণা নিয়েও কথা বলেন মিমি। অনেকেই ভাবেন, অভিনেত্রীদের সব কাজ করার জন্য আলাদা লোক থাকে। কিন্তু বাস্তবতা যে একেবারেই ভিন্ন, তা তুলে ধরে তিনি বলেন, নিজের ব্যক্তিগত কাজ থেকে শুরু করে পরিবারের দেখভাল- সবকিছুই তাকেই করতে হয়। এমনকি বাবা তার সঙ্গে থাকলে তার চিকিৎসা ও ওষুধের দায়িত্বও তিনিই নেন।
জীবন সম্পর্কে নিজের উপলব্ধির কথাও শেয়ার করেন মিমি। তার মতে, মানুষের হাতে সময় খুব সীমিত এবং জীবন একবারই আসে। তাই কী করবেন, কী করবেন না- এই সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। সেই উপলব্ধি থেকেই তিনি জীবনের অগ্রাধিকার ঠিক করেছেন।
রাজনীতি থেকে সরে এসে বর্তমানে অভিনয়েই পুরো মনোযোগ দিয়েছেন মিমি চক্রবর্তী। তার সেই প্রত্যাবর্তনের প্রমাণ মিলবে খুব শিগগিরই। আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে উইন্ডোজ প্রযোজিত প্রথম হরর-কমেডি সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে একঝাঁক তারকার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমিকে। রাজনীতির মঞ্চ ছেড়ে পর্দায় ফিরলেও, দর্শকের মনে নিজের জায়গা ধরে রাখার প্রস্তুতি যে তিনি সেরে ফেলেছেন, তা স্পষ্ট।

Aminur / Aminur

জয়া আহসানের ব্যতিক্রমী লুক নেটমাধ্যমে আলোচনায়

রাজনীতি নিয়ে যা বললেন অভিনেত্রী

এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

কখনো ঢাকা আসেননি তাদের খোঁজ জানতে চাইলেন ফারিণ!

ঘটত অস্বাভাবিক ঘটনা, শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ

রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত

প্রথমবার জুটি হচ্ছেন চঞ্চল-পরীমণি

লাল পোশাকে বুবলীর ‘রেড অ্যাটিটিউড’

শাহরুখ খানই কি শেষ ভরসা

‌‘কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই’, জানতে চান তাসনিয়া ফারিণ

হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?

বীরের রহস্যময় বার্তা, তারার আচরণে বিচ্ছেদের আভাস