জয়া আহসানের ব্যতিক্রমী লুক নেটমাধ্যমে আলোচনায়
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন- প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট; সঙ্গে আভিজাত্যও ফুটে ওঠে ভিন্ন মাত্রায়। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্যনতুন রূপে মেলে ধরেন নিজেকে; এবারও তার ব্যত্যয় হয়নি।
সম্প্রতি জয়া আহসান তার সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন। আর তার এই ব্যতিক্রমী লুক মুহূর্তেই সাড়া ফেলে ভক্তদের মাঝে।
ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন এক লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া। সঙ্গে তার পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা।
পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন জয়া। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এক রয়ে গেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন- এই ছবিতে বয়সের ছাপও খানিকতা স্পষ্ট হচ্ছে জয়ার।
এদিকে পর্দার জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে ভক্তদের। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD) মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দুই বাংলাতের দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ।
Aminur / Aminur
জয়া আহসানের ব্যতিক্রমী লুক নেটমাধ্যমে আলোচনায়
রাজনীতি নিয়ে যা বললেন অভিনেত্রী
এবার বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা
কখনো ঢাকা আসেননি তাদের খোঁজ জানতে চাইলেন ফারিণ!
ঘটত অস্বাভাবিক ঘটনা, শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ
রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত
প্রথমবার জুটি হচ্ছেন চঞ্চল-পরীমণি
লাল পোশাকে বুবলীর ‘রেড অ্যাটিটিউড’
শাহরুখ খানই কি শেষ ভরসা
‘কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই’, জানতে চান তাসনিয়া ফারিণ
হলিউডের নায়িকার সঙ্গে ইলন মাস্কের ছড়িয়ে পড়া ছবিগুলো কি আসল?