খুদে শিল্পীদের কল্পনার রঙে ‘সীমানার গল্প ২০২৬’—শুরু হলো দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী
খুদে শিল্পীদের সৃজনশীলতা, কল্পনা ও স্বতন্ত্র ভাবনার প্রকাশ ঘটাতে দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী ‘সীমানার গল্প ২০২৬’ শুরু হয়েছে। রং পেন্সিল একাডেমির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে ৩ থেকে ১৫ বছর বয়সী শিশু শিল্পীদের আঁকা চারু ও কারুশিল্প স্থান পেয়েছে।
প্রদর্শনীটি ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমি আজ তোমাদের উপদেশ দিতে আসিনি, এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। দীর্ঘ বক্তৃতা নয়—শিশুদের স্বাধীনভাবে ভাবতে ও আঁকতে দিতে হবে।”
তিনি আরও বলেন, “দিকনির্দেশনার নামে শিশুদের ওপর চাপ দেওয়া ঠিক নয়। কারো মতো করে আঁকার প্রয়োজন নেই। নিজের ইচ্ছা ও অনুভূতি অনুযায়ী আঁকাই হলো প্রকৃত শিল্পচর্চা।”
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে রং পেন্সিল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী খোরশেদ আলম জীবন বলেন,
“আজ আমার জীবনের আনন্দের দিন, আবার ভয়েরও দিন। আনন্দের কারণ—আজ এখানে চার প্রজন্ম একত্রিত হয়েছে। আমার শিক্ষক অধ্যাপক আলাউদ্দিন আহমেদ ও সাবিত ওসমান স্যারের সামনে কথা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত। আজকের দিনটি আমার জীবনের সেরা দিন।”
তিনি আরও বলেন, “আমি সব সময় কাজ করবো জেতার জন্য—এই কথাটি আমি শিশুদের শেখাতে চাই।”
অধ্যাপক চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“মোবাইল থেকে দূরে থাকবে এবং শিক্ষকদের শ্রদ্ধা করবে। যত বেশি শ্রদ্ধা করবে, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক চিত্রশিল্পী সাবিনা ইয়াসমিন, কো-অর্ডিনেটর (উত্তরা শাখা), রং পেন্সিল একাডেমি এবং বিশিষ্ট শিল্পী সাবিত ওসমান, সহযোগী অধ্যাপক, ইউডা ইউনিভার্সিটি চারুকলা অনুষদ।
আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা ও স্বতন্ত্র চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Aminur / Aminur
খুদে শিল্পীদের কল্পনার রঙে ‘সীমানার গল্প ২০২৬’—শুরু হলো দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী
খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
শীতকে বিদায় জানিয়ে বোল্ড লুকে ফিরলেন সুনেরাহ!
সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী
স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি
মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া
সমালোচনার মুখে অভিনেত্রী ঋতাভরী
ড্রামার স্লাই ডানবার মারা গেছেন
হালের ব্যস্ততম প্লেব্যাক শিল্পী নাজমীন নাজু
‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’
১৪ ফেব্রুয়ারিতে "আজ ভালোবাসার দিন"