ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

‘উনি আমার কাজ দেখেন, এটাই তো অনেক বড় পাওয়া’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ৪:৪৪

প্রথমবারের মত ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকের নাম ‘রক্ত’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করবেন আলম মনজুর। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তারা। তাদের দুজনকে দেখা যাবে ভাই-বোনের চরিত্রে। এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান।

তৌসিফ মাহবুব বলেন, ‘নাটকের গল্পটি বেশ চমৎকার। ছিমছাম সাধারণ গল্প মনে হলেও শেষদিকে গিয়ে দর্শকরা একটা টুইস্ট পাবেন। এখন এতটুকুই বলতে পারি। আমি মুখিয়ে আছি কাজটি করার জন্য।’

প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে ‘চিরকাল’ খ্যাত এ অভিনেতা বলেন,‘যার অভিনয় দেখে আমি বড় হয়েছি তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। সত্যি বলতে উনি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, যার কারণে উনার সঙ্গে কাজ করবো; এটা ভাবতেই আমার খুব নার্ভাস লাগছে।’

‘পরিচালক যখন মৌসুমী আপুকে গল্প শোনালেন, তখন তিনি উনাকে জানালেন যে, ‘গল্পে আপনার ছোট ভাইয়ের চরিত্রের জন্য তৌসিফ মাহবুবকে নেওয়ার কথা ভাবছি আমি।’ এ কথা শোনার পর উনি নাকি বললেন, ‘একদম পারফেক্ট। তৌসিফকেই নাও।’ তখন পরিচালকের কাছ থেকে জেনেছি যে, মৌসুমী আপু আমাকে চেনেন, আমার কাজ দেখেন। উনি আমাকে চেনেন, আমার কাজ দেখেন; এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া।’- যোগ করেন তৌসিফ।

এদিকে গতকাল ‘সাইলেন্স’ শিরোনামে নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন তৌসিফ। গোলাম সারোয়ার অনিকের গল্প ও রচনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এখানে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা।

কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু কাজ থাকে যেগুলো করার পর মনের মধ্যে একটা তৃপ্তি আসে। ‘সাইলেন্স’ ঠিক তেমনই একটা কাজ। গত ৩ দিন এটার শুটিং করেছি। খুবই চমৎকার একটা গল্প। এই কাজটার পেছনে আমার, তিশাএবং পুরো টিমের সবাই অনেক এফোর্ট দিয়েছি। এটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। বাকিটা দর্শকরা দেখার পরই বলবেন।’

প্রীতি / প্রীতি

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়