অঙ্কুশ-ঐন্দ্রিলার কাণ্ডে হেসে খুন নেটজনতা
সামনেই হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। তার আগেই মুক্তি পাচ্ছে টলিউড নায়ক অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘এফআইআর’। তা নিয়েই আপাতত বেজায় ব্যস্ত অভিনেতা। জোরকদমে চলছে ছবির প্রচারের কাজ।
তারই মাঝে সম্প্রতি ফেসবুকে এসে অঙ্কুশ জানিয়েছেন, খুব শিগগিরই তারা ‘এফআইআর’-এর একটি সোশ্যাল মিডিয়া কনটেন্ট নিয়ে আসছেন। সে তো না হয় বোঝা গেল। কিন্তু ফেসবুকে কথা বলতে বলতে এ কী করলেন অভিনেতা! অঙ্কুশের এমন কাণ্ডে হকচকিয়ে গেলেন তার বহুদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেনগুপ্ত।
ফেসবুকে ভিডিও বার্তায় অঙ্কুশ যখন তার সিনেমা নিয়ে কথা বলছিলেন, তার মাঝেই সেখানে গুরু-গম্ভীর চেহারায় ঢুকে পড়েন ঐন্দ্রিলা। পরনে কালো পোশাক, চোখে রোদ চশমা। মুখে দাঁত খোঁচানোর কাঠি। অঙ্কুশ বলেন, এই সিনেমার অংশ না হলেও ঐন্দ্রিলা তার পাশে আছেন, সাহায্য করছেন। তাই অভিনেত্রী নাকি একটু অহংকারী হয়ে পড়েছেন।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে ঐন্দ্রিলাকে ধন্যবাদ জানাতে গিয়ে এ কী করলেন অঙ্কুশ! অতর্কিতে একপ্রকার ঐন্দ্রিলার উপর ঝাঁপিয়ে পড়ে একের পর পর এক চুমু খেতে শুরু করেন অভিনেতা। পুরো বিষয়ে অপ্রস্তুত ঐন্দ্রিলার চোখের চশমা খুলে যায়। তিনি গাল মুছতে মুছতে অঙ্কুশের সামনে থেকে সরে পড়েন।
অঙ্কুশ-ঐন্দ্রিলার এমন কাণ্ডে না হেসে থাকতে পারেননি নেটিজেনরা। কেউ আবার অঙ্কুশের চুমু খাওয়ার ছবির স্ক্রিনশট দিয়ে প্রশ্ন করেছেন, ‘এটা কী ধরনের অত্যাচার?’ আবার কেউ টলিউডপাড়ার এই লাভবার্ডকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
এর আগে ‘ম্যাজিক’ ছবির হাত ধরে অঙ্কুশের বিপরীতে বড় পর্দায় অভিষেক করেছেন ঐন্দ্রিলা সেন। প্রেমেন্দুবিকাশ চাকীর পরবর্তী ছবিতে আবারও দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে।
প্রীতি / প্রীতি
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’