ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ঈশানকে নিয়ে পূজার পরিকল্পনা জানালেন নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ১১:৫৭

মা হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। সন্তান ও কাজে ব্যস্ত সময় কাটছে তার। ছেলে ঈশানকে নিয়ে প্রথম পূজা কাটবে তার। জানালেন সে পরিকল্পনার কথা।

সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে নুসরাত জাহানের একটি ভিডিও। সেখানে তিনি বলছেন, ‘এ বছর আমার খুদেটার (ঈশান) প্রথম পুজো। তাই এবার বেশি সময়টা ওর সঙ্গেই কাটাব। তবে এ বছর সুস্থতা জরুরি। তাই বেশিভাগ সময় বাড়িতে থাকব। সবার সঙ্গে আনন্দ করব বাড়িতেই।’

ছোট ঈশানকে সামলেই লাইট, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় কিছুদিন আগে ফিরেছেন নুসরাত জাহান। শুরু করলেন নতুন ছবি ‘জয় কালি কলকাত্তাওয়ালি’ ছবির শুটিং। পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এ ছবিতে নুসরাতের চরিত্রের নাম রাকা। তার বিপরীতে এ ছবিতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।

নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শুটিং চালাচ্ছেন নুসরাত? অভিনেত্রী বলছেন, ‘রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।’

ছবিতে নুসরাতের চরিত্রের নাম রাকা। শুটিং ফ্লোরে ফেরা কতটা উপভোগ করছেন তিনি? নুসরাত বলছেন, ‘ছবিতে আমার চরিত্রটা খুব হালকা চালের। এটা একটা রোম্যান্টিক কমেডি। কাজটা করতে ভীষণ ভালো লাগছে। তবে আমার ফ্লোরে সময় বাঁধা রয়েছে। সেটা আগে থেকেই বলা রয়েছে। অবশ্যই সেটা ছোট্ট ঈশানের জন্য। আর আমার গোটা টিম খুব সাহায্য করছে এ বিষয়ে। খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলছি।

পর্দায় নুসরাতের চরিত্রটা কেমন? অভিনেত্রী বলছেন, ‘রাকা একটা খুব সাধারণ মেয়ে। একটু বোকাও। ও বিশ্বাস করে পৃথিবীতে কেউ খারাপ হতেই পারে না। একটা অষ্টধাতুর কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প।’

সদ্য মা হয়েছেন তৃণমূলের তারকা সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেমে নেই তার নায়িকাসূলভ ফটোশুট। মাতৃত্বের আভায় নায়িকা নুসরাত যেন আরও ঝকঝকে, আরও তরতাজা। পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন ‘যশরত’। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তারা। আর তাই, যশ দাশগুপ্তের নতুন ছবি ‘চিনেবাদাম’-এর শুটিং শেষের পার্টিতেও যশ দাশগুপ্তের পাশাপাশি হাজির হলেন ঈশান জননী, নুসরাত জাহান।

সূত্র: এবিপি লাইভ

এমএসএম / এমএসএম

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়