ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পিছিয়ে গেল আরিয়ানের জামিন শুনানি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:২

সোমবারও জামিন হলো না শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এদিন তার মাদক মামলায় শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্তাদের আবেদন, তাদের আরও একটু সময় লাগবে। সেই আবেদনের প্রেক্ষিতে আরিয়ানের জামিন শুনানি পিছিয়ে দিয়েছে মুম্বাই সেশন আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বুধবার।

এর আগে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সঙ্গে সঙ্গে শাহরুখপুত্রের আইনজীবী তার অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। কিন্তু আরিয়ানকে জামিন দিলে তথ্যপ্রমাণ এদিক-সেদিক হতে পারে, ব্যাঘাত ঘটতে পারে তদন্ত প্রক্রিয়াতে- এমন যুক্তি দেখিয়ে তার জামিনের বিরোধিতা করেন বিপক্ষের আইনজীবী অনিল সিং।

এর ফলে গত শুক্রবারের শুনানিতেও নাকচ হয়ে গিয়েছিল শাহরুখপুত্রের জামিনের আবেদন। এরপর শনিবার এবং রবিবার, দুই দিন আদালত বন্ধ থাকায় সোমবার ঘরে ফিরতে পারবেন বলেই আশা করেছিলেন আরিয়ান। কিন্তু এনসিবির কর্তাদের আবেদনের কারণে তাও সম্ভব হল না।

আরিয়ান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মাদক সংগ্রহ, বিক্রি এবং ব্যবহারের অভিযোগ রয়েছে। যে কারণে সহজে জামিন মিলছে না শাহরুখপুত্রের। ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে মাদক ব্যবহার হয়েছে প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হতে পারে তাদের।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে গ্রেপ্তার করা হয় আরিয়ানসহ কয়েক জনকে। পরোয়ানায় লেখা হয়, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ এক লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে প্রমোদতরীর টার্মিনালে।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) পেশ করা পঞ্চনামায় দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়েই প্রমোদতরীতে উঠেছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। তার বন্ধুর জুতা থেকেও মেলে মাদক।

প্রীতি / প্রীতি

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়