ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

কেমন আছেন নায়ক ফারুক?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১০:৩৮

আকবর হোসেন পাঠান (ফারুক)। ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে তার দেখভাল করছেন স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকে তিনি গণমাধ্যমকে নিয়মিত বরেণ্য এই তারকার শারীরিক অবস্থার খবর জানান।

ফারহানা পাঠান সম্প্রতি বলেন, ‘ফারুকের খুব ধীরগতিতে উন্নতি হচ্ছে। তার রক্তে ইনফেকশন, মস্তিষ্কে সমস্যা রয়েছে। ডাক্তার বলেছেন, এই সমস্যা ঠিক হয়ে যাবে প্রাকৃতিকভাবেই। তবে একটু সময় লাগবে। 

মার্চের ৪ তারিখ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন ফারুক। এরমধ্যে সর্বমোট ১০/১২ দিন তিনি কেবিনে, বাকি দিনগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। 

সবার কাছে ফারুকের জন্য দোয়া প্রার্থনা করে ফারহানা পাঠান আরও বলেন, ‘আমি যেন ফারুককে নিয়ে ঢাকায় ফিরতে পারি। তার শারীরিক অবস্থা যেন আরও ভালোর দিকে যায়। সবার কাছে সেই দোয়া চাই।’

প্রসঙ্গত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। হাসপাতালে ভর্তির কয়েকদিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। এর আগে গত বছরের অক্টোবর মাসের শেষ দিকে চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ফারুক। তখন থেকেই তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন, বেশকিছু শারীরিক জটিলতা থাকায় ফারুকের শরীর খারাপ হতে পারে। সেজন্য তিনমাস পর পর রুটিন চেকআপ করাতে হবে। 

উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবেসে মিয়া ভাই বলে ডাকেন। যদিও তার পুরোনাম আকবর হোসেন পাঠান ফারুক। অভিনেতার পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ব্যবসায়ী ও সংসদ সদস্য।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সাংসদ তিনি। 

প্রীতি / প্রীতি

শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

বক্স অফিসে ‘থামা’র আয় কত?

এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী