সোনুকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আর্জি
ভারতে করোনা মহামারির শুরু থেকেই সাধারণ মানুষের সঙ্কটে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেতা সোনু সুদ। মানুষ তার প্রশস্ত হৃদয়ের পরিচয় পেয়েছে বার বার। যার কারণে সোনুর নামে দিল্লির একটি গ্রামে ইতোমধ্যে রাস্তার নামকরণ হয়েছে। এছাড়া অভিনেতাকে ভালোবেসে তার নামে দোকানের নামও রেখেছেন অনেকে।
এবার আরও একধাপ এগিয়ে সোনু সুদকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আবেদন জানালেন অভিনেত্রী হুমা কুরেশী। তিনি বলেন, ‘সোনুকে ভোটে দাঁড়ানো উচিত। তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ হুমার এই মন্তব্যে সায় দিয়েছেন অসংখ্য নেটিজেন। তারাও অভিনেতার কাছে একই আর্জি জানিয়েছেন।
কিন্তু সোনুর কী মত? তিনি কি হোমা কুরেশী ও অসংখ্য ভক্তের আবদার রাখবেন? তবে আপাতত নাকি সোনুর এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে এখন আমি বেমানান। এছাড়া এটা বাড়াবাড়ি। হিমার (হুমা কোরেশী) মন্তব্য আমার কাছে সত্যিই অনেক বড় পাওনা। কিন্তু আমি মনে করি, আমার প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) যথেষ্ট দায়িত্ববান।’
প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বয়সও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মত সোনুর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পক্ষে আমার বয়স অনেক কম। এটা ঠিক যে রাজীব গান্ধি ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু উনি এমন পরিবার থেকে এসেছেন, যেখানে রাজনৈতিক পরিসর অনেক শক্তিশালী। সেই তুলনায় আমার কোনো অভিজ্ঞতাই নেই।’
মানুষের জন্য কাজ করতে তিনি কোনো রাজনৈতিক পদ চান না বলেও মন্তব্য করেন সোনু সুদ। তার মতে, ‘আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অন্য মানুষের পাশে দাঁড়াতে পারি। তার জন্য রাজনৈতিক কোনো নেতা বা প্রধানমন্ত্রী হওয়া জরুরি নয়।’
প্রীতি / প্রীতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান
প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা
পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ