ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সোনুকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আর্জি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১০:৪৩

ভারতে করোনা মহামারির শুরু থেকেই সাধারণ মানুষের সঙ্কটে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেতা সোনু সুদ। মানুষ তার প্রশস্ত হৃদয়ের পরিচয় পেয়েছে বার বার। যার কারণে সোনুর নামে দিল্লির একটি গ্রামে ইতোমধ্যে রাস্তার নামকরণ হয়েছে। এছাড়া অভিনেতাকে ভালোবেসে তার নামে দোকানের নামও রেখেছেন অনেকে।

এবার আরও একধাপ এগিয়ে সোনু সুদকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আবেদন জানালেন অভিনেত্রী হুমা কুরেশী। তিনি বলেন, ‘সোনুকে ভোটে দাঁড়ানো উচিত। তাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ হুমার এই মন্তব্যে সায় দিয়েছেন অসংখ্য নেটিজেন। তারাও অভিনেতার কাছে একই আর্জি জানিয়েছেন।

কিন্তু সোনুর কী মত? তিনি কি হোমা কুরেশী ও অসংখ্য ভক্তের আবদার রাখবেন? তবে আপাতত নাকি সোনুর এ ব্যাপারে কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে এখন আমি বেমানান। এছাড়া এটা বাড়াবাড়ি। হিমার (হুমা কোরেশী) মন্তব্য আমার কাছে সত্যিই অনেক বড় পাওনা। কিন্তু আমি মনে করি, আমার প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) যথেষ্ট দায়িত্ববান।’

প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বয়সও অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মত সোনুর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পক্ষে আমার বয়স অনেক কম। এটা ঠিক যে রাজীব গান্ধি ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু উনি এমন পরিবার থেকে এসেছেন, যেখানে রাজনৈতিক পরিসর অনেক শক্তিশালী। সেই তুলনায় আমার কোনো অভিজ্ঞতাই নেই।’

মানুষের জন্য কাজ করতে তিনি কোনো রাজনৈতিক পদ চান না বলেও মন্তব্য করেন সোনু সুদ। তার মতে, ‘আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অন্য মানুষের পাশে দাঁড়াতে পারি। তার জন্য রাজনৈতিক কোনো নেতা বা প্রধানমন্ত্রী হওয়া জরুরি নয়।’

প্রীতি / প্রীতি

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়