ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শ্রীলেখাকে ‘থলথলে ভাবী’ বলে কটাক্ষ, কে করলেন এমন কাজ?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১১:৯

ঘটনাটি কয়েকদিন আগের, যখন ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছিল। সে সময় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে থলথলে ‘ভাবী বলে’ কটাক্ষ করেছিলেন তারই এক সহকর্মী। সেই পুরোনো ঘটনাকে সম্প্রতি প্রমাণসহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ওপার বাংলার অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী।

কিন্তু কে শ্রীলেখাকে ‘থলথলে ভাবী’ বলে কটাক্ষ করেছিলেন? তার সঙ্গে নায়িকার শত্রুতাই বা কী? আসলে শ্রীলেখা ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের বাম দলের সমর্থক। বিধানসভা নির্বাচনের আগে তিনি দলটিতে যোগও দেন। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে তাকে ‘থলথলে ভাবী’ বলে কটাক্ষ করেছিলেন বিজেপির নেত্রী অভিনেত্রী রিমঝিম মিত্র।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তিনভাগে ভাগ করে দিয়েছিল টলিউডকে। বড় একটি অংশ ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, একটা অংশ বিজেপির পতাকাতলে এবং খুবই অল্প সংখ্যক সমর্থক ছিল বাম দলের। শুধু পেশাদারিত্বের জায়গা থেকেই নয় তারা একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছ পা হননি। শ্রীলেখাকে করা রিমঝিম মিত্রের মন্তব্য তারই অংশ।

সেই কটাক্ষের জবাব সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে দিলেন শ্রীলেখা। তার পোস্টে তিনি একটি অফ সোলডার পিঙ্ক ড্রেস পরে আছেন। এই ড্রেস তার গায়ে ফিট হত না। এদিন হঠাৎ তা পরে দেখতে গিয়ে দেখেন তা দিব্যি ফিট হয়েছে। মোক্ষম জবাবের সময় এসেছে ভেবে তিনি নিজের ছবি তুলে রাখেন। পাশাপাশি রিমঝিম মিত্রর পুরনো মন্তব্যের স্ক্রিনশট দিয়ে তিনি একটি পোস্ট করেন।

বিজেপি দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রত্যেক তারকাকে নাকি ৭ কোটি টাকা করে দেয়া হয়েছে। এমন কথা শোনা যাচ্ছে, এই মর্মে একটি পোস্ট করেন শ্রীলেখা। উত্তরে তীব্র প্রতিক্রিয়া দেন রিমঝিম। ব্যক্তিগত ভাবেও আক্রমণ করেছিলেন। যার জেরে রিমঝিমকে ব্লক করেছিলেন শ্রীলেখা। এর পরই রিমঝিম ফেসবুকে লেখেন, ‘থলথলে বৌদি আমাকে ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’

রিমঝিমের পুরনো সেই পোস্ট শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এই পোশাকের ট্যাগটা এখনও রয়ে গেছে। বাইরে কখনও পরিনি। দিনের পর দিন ইন্ডাস্ট্রির এবং সাধারণ মানুষরা বডি শেমিং করেছে তথাকথিত ‘মোটা’ হওয়ার জন্য। দিদি এত জিম করেন কমেনি একটুও। আমার থেকে বেশি যেন বাকিদের সমস্যা। আমি তো স্বঘোষিত ফুডি এবং জিন বা খাবার হজম করার শক্তি যাই বলুন না কেন, আমি জানি আমি গোলগাল।’

‘যাক গে, আমি নিয়মিত শরীরচর্চা করি আর জোর গলায় বলতে পারি ৪০ বছরের মাঝামাঝি এসে ২০ বছর বয়সের থেকেও বেশি ফিট আছি। তখন কাজ হারাবার ভয়ে হাঁটুর ব্যথা পর্যন্ত লুকিয়ে কাজ করতাম। এখন আর তা নেই। সবশেষে এখন একটাই কথা বলতে চাই, আমার এই পোশাকটি ফিট হয়েছে আর এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমার। বিষয়টা ফিট থাকার ফ্যাট নয়।’

শ্রীলেখার কমেন্ট থেকে শুরু করে পোস্ট, সবই মুহুর্তে শেয়ার হয়েছে। যদিও এই কমেন্ট শ্রীলেখার জন্যই ছিল কিনা, তা নিয়ে এখনও মুখ খোলেননি রিমঝিম। কমেন্টের তীব্র নিন্দা করে সূজয়প্রসাদ রিমঝিমের দিকেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন। যদিও এখনও পর্যন্ত রিমঝিমের সদুত্তর মেলেনি।

প্রীতি / প্রীতি

শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

বক্স অফিসে ‘থামা’র আয় কত?

এবার হরর সিনেমায় সাইয়ারা অভিনেত্রী

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

লাল শাড়িতে গ্ল্যামারাস মিমি চক্রবর্তী