জেল থেকে বেরিয়ে যা করবেন শাহরুখপুত্র
তিন দফায় আবেদন করেও মাদক-কাণ্ডে জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তিনি। ২৩ বছর বয়সী আরিয়ানের বর্তমানে জেলে বিশেষ কাউন্সেলিং চলছে। তাকে নেশামুক্ত করে ফের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদক নিয়ন্ত্রক সংস্থাকে (এনসিবি) যথেষ্ট সহযোগিতা করছেন আরিয়ান খান। জেল থেকে বের হয়ে কী করবেন, তাও জানিয়েছেন কেন্দ্রীয় এই সংস্থার কর্মকর্তাদের। এমনকী একটি প্রতিজ্ঞাও করেছেন শাহরুখপুত্র।
গত ১৫ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদনের রায় স্থগিত রাখে মুম্বাই সেশন কোর্ট। এনসিবির হয়ে ওইদিন সওয়াল করেন অ্য়াডিশানাল সলিসিটর জেনারেল অনীল সিং। তিনি আদালতে জানান, কয়েক বছর ধরে প্রায় প্রত্যেক দিনই মাদক সেবন করতেন আরিয়ান খান। বলেন, ‘এটা মহাত্মা গান্ধীর দেশ। এই ধরনের স্বভাব দেশের যুবকদের খারাপ পথে চালিত করবে।’
অন্যদিকে, আরিয়ানের পক্ষে পাল্টা সওয়াল করেন সালমান খানের আইনজীবী অমিত দেশাই। তিনি বলেন, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে যে অভিযোগ করছে কেন্দ্রীয় সংস্থা, তা ভ্রান্ত। কারণ, আজকাল এমন ভাষাতেই কথা বলে যুবসমাজ। দুই পক্ষের বক্তব্য শোনার পর ২০ অক্টোবর পর্যন্ত রায়দান স্থগিত রাখেন বিচারক।
এর পরই জেলে আরিয়ানের কাউন্সেলিং শুরু হয়। সেখানে শাহরুখপুত্র নিজের ভুল কবুল করেছেন। তিনি জানিয়েছেন, জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে সমাজের দুঃস্থ মানুষদের জন্য কাজ করবেন তিনি। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করবেন। তিনি কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন।
আরিয়ানের বিরুদ্ধে এনসিবির আরও একটি গুরুতর অভিযোগ, মাদক নেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে বিদেশেরও কয়েকজনের যোগাযোগ ছিল। ওইসব লোকজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত।
প্রীতি / প্রীতি
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’