ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

হাবিবের সুর-সংগীতে গাইলেন ন্যান্সি কন্যা রোদেলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ১২:২৩

জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যান্সির মেয়ে রোদেলা। ‘বাধাহীন আমার মনের এই গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। গত শুক্রবার হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। হাবিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রোদেলা তার ফেসবুক পেজে সুখবরটি দিয়েছেন।

রোদেলা জানিয়েছেন, গানটির শিরোনাম ‘আমার মনের এই গল্প’। এটি লিখেছেন মারুশা। সুর ও সঙ্গীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গানটি প্রকাশিত হবে হাবিব ওয়াহিদের চ্যানেল এইচডব্লিউ প্রোডাকশন থেকে।

এদিকে ন্যান্সি তার ফেসবুক পেজে জানান, গানটির শিরোনাম ‘বাধাহীন আমার মনের এই গল্প’। এর কথা লিখেছেন মারুশা এবং এর সুর-সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। এরই মধ্যে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ন্যান্সি আরো জানান, হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা রোদেলার। মায়ের পথ ধরে সেও গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে। ন্যান্সির সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাভার সং-এর সুবাদে বছর খানেক ধরে রোদেলা সংগীতাঙ্গনে পরিচিত মুখ। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে যাই’। এবার গাইলো হাবিবের সুর-সংগীতে।

উল্লেখ্য, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির শুরুটা হয়েছিল ২০০৬ সালে। হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের কথা’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। মুক্তির পর বেশ আলোচনায় ছিলেন ন্যান্সি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়ে অনেক অর্জনই যোগ করেছেন ক্যারিয়ারে। বিশেষ প্লেব্যাকে দুর্দান্ত সফল এই গায়িকা। মায়ের পর এবার হাবিবের সুর ও সংগীতায়োজনে গাইলেন ন্যান্সির কন্যা রোদেলা।

জামান / জামান

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা

নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান

প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী

ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা

পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড–২০২৫ জিতলেন সুমাইয়া আক্তার সুমি