১৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে আইএএফএম
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া চলচ্চিত্রের উন্নয়নে দারুণ এক উদ্যোগ নিয়েছে। এবছরের মে মাস থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য একটি স্ক্রিপ্ট ল্যাবের আয়োজন করে তারা। ল্যাবে জমা পড়া ২০টি আইডিয়া থেকে ট্রিটমেন্টের যাত্রা শুরু হয়।
ল্যাবটির প্রশিক্ষক ছিলেন ইউরোপিয়ান ফিল্ম একাডেমির সম্মানীত সদস্য, ইতালির প্রখ্যাত চিত্রনাট্যকার, শিক্ষক ও মি. জিওভানি রোবিয়ান।
প্রশিক্ষণ শেষে তিনি চূড়ান্ত চিত্রনাট্য রচনার জন্য ১৩টি ট্রিটমেন্টকে নির্বাচন করেন।বাংলাদেশ থেকে পূর্ণদৈর্ঘ্য এই কাহিনীচিত্রগুলোর চিত্রনাট্য লিখবেন- পার্থ গুপ্ত, এন. রাশেদ চৌধুরী, তৌহিদুল আলম, তায়রান রাজ্জাক, মনির হোসেন, আমিন রবিন, মেহেদী মুস্তফা, জগন্ময় পাল, অনার্য মুর্শিদ ও সন্দীপ বিশ্বাস। ভারত থেকে লিখবেন নন্দীতা পাল, সুদীপ্ত কুন্ডু ও ভিবেক পোদ্দার।
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার পরিচালক বিবেশ রায় জানান, ২০ অক্টোবর থেকে শুরু হওয়া জিওভানির প্রত্যক্ষ প্রশিক্ষণ ও পরামর্শে স্ক্রিপ্ট ডেভলপমেন্ট কর্মশালায় অংশগ্রহণ করে নির্বাচিত ১৩টি ট্রিটমেন্ট পূর্নাঙ্গ চিত্রনাট্যে রূপ পাবে।
স্ক্রিপ্ট ল্যাবে অংশগ্রহণকারী আইএফএমের ফেলো চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ বলেন, ‘ট্রিটমেন্ট থেকে নির্বাচিত চিত্রনাট্যসমূহ ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে ও আন্তর্জাতিক কো-প্রোডাকশনের অর্থায়নে আগামী বছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ লাভ করবে।’
এমএসএম / এমএসএম
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’