ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

চয়নিকা চৌধুরীর নতুন ওয়েব ফিল্মে পরী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ১১:৩৯

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রতিনিয়িত নতুন নতুন রূপে হাজির হচ্ছেন। অন্তর্জালে ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহও দিন দিন বাড়ছে। একের পর এক সিনেমাতেও ব্যস্ত রয়েছেন তিনি। এবার এ নায়িকা যুক্ত হলেন ‘অন্তরালে’- শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে। এটি নির্দেশনা দিচ্ছেন চয়নিকা চৌধুরী। রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

‘বিশ্ব সুন্দরী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হওয়া এই পরিচালক আগেই তার ফেসবুক স্ট্যাটাসে পরীমনিকে নিয়ে নতুন কাজের আভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন, আবারও এই নায়িকাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। ফিল্মটিতে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তা উঠে আসবে এখানে।

এর আগে পরীমনি ‘পাফ ড্যাডি’- শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এদিকে, সিনেমার শুটিংয়ের পাশাপাশি অবকাশ যাপনে বিভিন্ন দেশে যান পরীমনি। বর্তমানে তিনি কলকাতা রয়েছেন। এর আগে ‘মুখোশ’- সিনেমার শুটিং শেষ করেন। ২০১৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন এই গ্ল্যামারকন্যা। এরই মধ্যে নিজের পরিচিতির সীমানা ছড়িয়ে ফেলেছেন দেশজুড়ে।

এদিকে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ ইত্যাদি। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। এটি মুক্তি পায় গেল মার্চে। 

জামান / জামান

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ

‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’

দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর

শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত

ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ

বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'

কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী

পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

বক্স অফিসে ‘থামা’র আয় কত?