চয়নিকা চৌধুরীর নতুন ওয়েব ফিল্মে পরী
ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রতিনিয়িত নতুন নতুন রূপে হাজির হচ্ছেন। অন্তর্জালে ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহও দিন দিন বাড়ছে। একের পর এক সিনেমাতেও ব্যস্ত রয়েছেন তিনি। এবার এ নায়িকা যুক্ত হলেন ‘অন্তরালে’- শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে। এটি নির্দেশনা দিচ্ছেন চয়নিকা চৌধুরী। রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
‘বিশ্ব সুন্দরী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হওয়া এই পরিচালক আগেই তার ফেসবুক স্ট্যাটাসে পরীমনিকে নিয়ে নতুন কাজের আভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন, আবারও এই নায়িকাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। ফিল্মটিতে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তা উঠে আসবে এখানে।
এর আগে পরীমনি ‘পাফ ড্যাডি’- শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এদিকে, সিনেমার শুটিংয়ের পাশাপাশি অবকাশ যাপনে বিভিন্ন দেশে যান পরীমনি। বর্তমানে তিনি কলকাতা রয়েছেন। এর আগে ‘মুখোশ’- সিনেমার শুটিং শেষ করেন। ২০১৫ সাল থেকে সিনেমায় কাজ করছেন এই গ্ল্যামারকন্যা। এরই মধ্যে নিজের পরিচিতির সীমানা ছড়িয়ে ফেলেছেন দেশজুড়ে।
এদিকে পরীমনির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘প্রীতিলতা’, ‘বায়োপিক’ ইত্যাদি। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। এটি মুক্তি পায় গেল মার্চে।
জামান / জামান
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’
প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী
সৈকতে মোহনীয় লুকে শাহতাজ, ছড়ালেন মুগ্ধতা
নতুন উদ্যমে শোবিজে কামব্যাক করলেন অভিনেত্রী ফারহানা জাহান
প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম : ঐশী
ছোট বয়স, বড় ব্যস্ততা: মিডিয়ায় উজ্জ্বল মিশকাত মাহামুদ মেহরিমা
পর্দা কাঁপাতে আসছে বাংলাদেশি নতুন ভিলেন ডন মাহামুদ