একসঙ্গে নেশা করতেন সুশান্ত-রিয়া-সারা!
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। মাদক সংক্রান্ত নানা তথ্য উঠে আসাতে তদন্তে নামে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সুশান্ত মাদক মামলায় বয়ান লেখানোর সময় নাকি সারা আলি খানের নাম উল্লেখ করেছেন রিয়া চক্রবর্তী।
প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকার দাবি, সারা নাকি তাকে গাঁজা এবং মদ্যপান করার কথা বলেছিলেন। এমনকি জানা গেছে, সেই সময় নিজের হাতে গাঁজার ছিলিম বানাতেন সারা। বলতেন, নেশা করলে শ্যুটিংয়ের প্রাত্যহিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। একটা সময় নাকি তারা একসঙ্গে গাঁজা টানতেন বলেও জানা গেছে। এই কথাই উঠে এসেছে রিয়ার বয়ানে।
শোনা যায়, গত বছর সুশান্ত কাণ্ডে সারা আলি খানকেও নাকি ডেকে পাঠায় এনসিবি। সেখানে সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন সারা। জানিয়েছেন থাইল্যান্ড ট্রিপের কথাও। কিন্তু সে সময় সারা নাকি জানিয়েছিলেন, তিনি মাঝেমধ্যে ধূমপান করে থাকলেও মাদক বা মারিজুয়ানা জাতীয় কিছু গ্রহণ করেননি কোনোদিন।
সূত্রের খবর মানলে, সারার সঙ্গে দূরত্ব বাড়ার পরই রিয়ার সঙ্গে সুশান্তের প্রেমের সম্পর্ক শুরু হয়। সুশান্তের মৃত্যুর কিছুদিন আগে পর্যন্তও রিয়া তার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। সুশান্তের মৃত্যুর মাদক যোগের অভিযোগেই রিয়াকে ২৮ দিন জেলে থাকতে হয়েছিল। রিয়ার ভাই সৌভিককেও গ্রেপ্তার করা হয়েছিল। দুজনেই এখন জামিনে মুক্ত।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ই জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত মৃতদেহ। সামনেই আসছে তার মৃত্যুবার্ষিকী। তবে এই দিনটি যতই না এগিয়ে আসছে ততই আবার আলোচনায় আসছে প্রয়াত অভিনেতার প্রসঙ্গ।
জামান / জামান
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর