নিখিলের টাকায় বুক করা রিসোর্টে রাত কাটান যশ-নুসরাত!
নুসরাত-নিখিল-যশের ত্রিমাত্রিক কাহিনী নিয়ে সরগরম টালিউড। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে নিখিল জৈনের আইনি পদক্ষেপ নেয়ার কথা জানানোর পর কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহানের বিষয়ে অনেক অজানা তথ্য বেরিয়ে আসছে। নিখিলের সঙ্গে আইনগতভাবে বিচ্ছেদ না করেই অভিনেতা যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান নুসরাত। তিনি যশকে বিয়ে করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এমনিক যশের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। তবে সন্তানসম্ভবার বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি নুসরাত।
ছয় মাস ধরে দুজনের আলাদা থাকা এবং নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সপ্তাহখানেক আগে নিখিল ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানান, যেদিন তিনি জেনেছেন নুসরাত তার সঙ্গে থাকতে চান না, সেদিনই বিচ্ছেদ চেয়ে দেওয়ানি মামলা দায়ের করেছেন।
নিখিলের এক কাছের বন্ধুর বরাত দিয়ে ভারতের একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাস আগে কয়েকজন বন্ধুর সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন নুসরাত। নিখিলই ফ্লাইটের টিকিট ও রিসোর্ট বুক করে দিয়েছিলেন। রিসোর্টের মালিক নিখিলের বন্ধু হওয়ায় নিখিল জানতে পারেন যশের সঙ্গেই ছিলেন নুসরাত। সেই থেকেই নুসরাত-নিখিলের সমস্যার সূত্রপাত।
এরপর দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে মদন মিত্রের সঙ্গে যশ ও নুসরাতের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় সেদিন নাকি নুসরাতের পরনে ছিল রঙ্গোলির শাড়ি এবং সেদিনই যশকে বিয়ে করেছিলেন নুসরাত! বিবাহবন্ধনে আবদ্ধ থেকেও কি করে বিয়ে করলেন নুসরাত! এ প্রশ্ন উঠছিল।
নুসরাতের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তুরস্কে নিখিল-নুসরাতের সোশ্যাল ম্যারেজ জাঁকজমকভাবে হলেও বিয়েটির রেজিস্ট্রেশন হয়নি। তাই সমঝোতা করেই দুজনে আলাদা হতে চান বলে জানিয়েছেন নিখিল। এজন্য দেওয়ানি মামলাও করেছেন তিনি।
নিখিলের ওই বন্ধুর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত এখনো যে ফোর্ড গাড়ি চালান সেটা নিখিলের গাড়ি। নুসরাত ইডেনে যে ফ্ল্যাটে থাকেন তার মধ্যে ৬০ লাখ টাকা নিখিলের দেয়া। এমনকি নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন নিখিল।
নিখিলের ঘনিষ্ঠ বন্ধুর মতে, নুসরাতের রাজনৈতিক ক্যারিয়ারও নিখিলের অবদান অনেক। নুসরাতকে সব বিষয়েই প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। এমনকি আলাদা থাকার সময়ও নুসরাত নিখিলকে জানান তিনি ফিরে আসবেন। একটু সময় চান। ধীরে ধীরে চারদিকে নুসরাতের যশের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা মেনে নিতে পারেননি।
নিখিলের পরিবার সূত্রে জানা যায়, এ খবর পাওয়ার পর তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। যশ ও নুসরাতকে একসঙ্গে দেখেও ফেলেন নিখিল।
তবে এসব ব্যাপারে একদম মুখ খোলেননি নুসরাত। যশের তরফ থেকেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।
জামান / জামান
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় বিপাকে দিলজিৎ
‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
দক্ষিণী সিনেমায় অভিষেক সোনাক্ষীর
শর্টকাটে কি গুপ্তধন মিলবে? Bongo-তে আসছে শিমুল-লামিমা জুটির প্রথম ড্রামা ‘শর্টকাট’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক অ্যাওয়ার্ড জয় করলেন অভিনেত্রী সাদিয়া ইমা
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি
সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি জান্নাত
ইন্ডাস্ট্রিতে বৈষম্যের ব্যাপারে মুখ খুললেন ফারিণ
বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম অ্যাওয়ার্ড পেল 'বাংলাদেশ প্রতিদিন'
কাছাকাছি বয়সের হবু পুত্রবধূকে আদরে ভাসালেন শ্রাবন্তী
পাকিস্তানে সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা
জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর