তথ্য চুরির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বেসামরিক বিমান পরিবহন সংস্থার বাণিজ্যিক গোপন তথ্য ও দেশটির মহাকাশে অভিযান বিষয়ক তথ্য চুরি করার চেষ্টার অভিযোগে গ্রেফতার চীনা গুপ্তচর ইয়ানজুন জুর অপরাধ প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রে এই প্রথম চীনের কোনো গুপ্তচর ধরা পড়লেন ও বিচারের মুখোমুখি হলেন। শনিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়ানজুন জুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ দু’টি হলো- বেসামরিক বিমান পরিবহন সংস্থাসমূহের বাণিজ্যিক গোপন তথ্য ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযান বিষয়ক তথ্য চুরির ষড়যন্ত্র করা এবং চুরির চেষ্টা করা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ইতোমধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল জজ আদালতে বিচার চলছে ইয়ানজুনের। দেশটির প্রচলিত আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ ৬০ বছরের কারাদণ্ড হতে পারে ইয়ানজুনের। সেই সঙ্গে গুনতে হতে পারে ৫০ লাখ ডলারেরও বেশি জরিমানা।
এক বিবৃতিতে এফবিআইয়ের সহকারি পরিচালক অ্যালেন কোহলার জুনিয়র এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৩ সাল থেকে চীনের পক্ষে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছেন ইয়ানজুন। তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষক মন্ত্রণালয়ের একজন গুপ্তচর।
ইয়ানজুনের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সব বিমান পরিবহন সংস্থার গোপন তথ্য ও মহাকাশ অভিযান বিষয়ক তথ্য হাতিয়ে নিয়ে সেসব চীনে পাঠানো। এক্ষেত্রে তাকে সহযোগিতা করছিল চীনের গোয়েন্দা সংস্থা ও কয়েকজন সেনা কর্মকর্তা।
বিবৃতিতে এফবিআইয়ের সহকারী পরিচালক বলেন, যারা চীনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে এখনও সন্দিহান, এই ঘটনাটি তাদের সচেতন করার জন্য যথেষ্ট। তারা (চীন) যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরি করে নিজেদের অর্থনীতি ও সেনাবাহিনীকে শক্তিশালী করছে।
জামান / জামান

বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনে চীন-বেলারুশ যৌথ উদ্যোগ

দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অঙ্গীকার

আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল

বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০

গাজায় ইসরাইলি হামলা জোরদার, একদিনেই নিহত ৭৭

ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম

গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

সাত বছর পর চীনে মোদি

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠক মোদির

গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত
