রাষ্ট্রীয়ভাবে যুব পার্লামেন্ট গঠনের দাবি যুব ছায়া সংসদের
রাষ্ট্রীয়ভাবে যুব পার্লামেন্ট গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ছায়া সংসদ। গতকাল দিনব্যাপী হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে ঢাকাস্থ সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুব ছায়া সংসদের অধিবেশন এ দাবি করা হয়। ‘নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ : মোকাবেলায় চাই আইনি কাঠামো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দেশের স্বেচ্ছাব্রতী যুব জাগরণী মঞ্চ ‘বাংলাদেশ যুব ছায়া সংসদ’-এর দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয়।
করোনা অতিমারীকাল কাটিয়ে আবার মেরুদণ্ড সোজা করে স্বাভাবিকতায় ফিরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। করোনার প্রভাবে দেশের সিংহভাগ জনগোষ্ঠী, বিশেষ করে শ্রমজীবী ও মেহনতি মানুষ পুষ্টি নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পতিত হয়েছে। পরিমাণ ও পুষ্টিগুণ বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত ‘স্বাস্থ্যকর’ খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে পায় না দেশের ৪৩ শতাংশ মানুষ। দেশের মানুষের মধ্যে পুষ্টিকর খাদ্যের জোগান বা নিরাপত্তা নিশ্চিত করতে হলে গতানুগতিক প্রয়াসের বাইরে গিয়ে ভাবতে হবে, প্রনয়ণ করতে হবে যথাযথ আইনি কাঠামো। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদের আদলে ৩৫০ জন যুব ছায়া সংসদ সদস্যের অংশগ্রহণে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১১২ জন সরাসরি এবং বাকিরা অনলাইনে যুক্ত হন এবং প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন। বাংলাদেশ যুব ছায়া সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন আমান্না জাহান বিভা। বিরোধীদলীয় সদস্য হাবীবা লিনা ‘নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় চাই আইনি কাঠামো’ শীর্ষক প্রস্তাবনাটি উপস্থাপন করেন। যুব ছায়া সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নিগার সুলতানা নিশাত ও বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন সিমু আক্তার।
যুব ছায়া সংসদের দ্বাদশ অধিবেশনের অতিথি পর্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যের কথা সংবিধানে উল্লেখ আছে। আপনারাও নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের জন্য খাদ্য অধিকার আইন দাবি করছেন, আমিও একমত। কিন্তু আইনের বাস্তবায়ন না থাকলে আইনের কার্যকারিতা হারিয়ে যায়। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি কিন্তু অপুষ্টির সমস্যা রয়ে গেছে। বছরে ৩৭ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে আবার প্রতিটি মানুষের জন্য ২১২২ কিলো ক্যালোরি অর্জন করা সম্ভব হচ্ছে না। এসব সমস্যা সমাধানে যুবকদের মতামত ও ভাবনাগুলো গ্রহণ করা উচিত। এজন্য রাষ্ট্রীয়ভাবে যুব পার্লামেন্ট গঠনের দাবিকে সমর্থন জানাচ্ছি।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, গেইনের পোর্টফোলিও লিড মনিরুজ্জামান বিপুল, ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আঞ্জুমান আখতার, ইয়ুথ ফোরাম বাংলাদেশের সমন্বয়কারী অ্যাডভোকেট আলেয়া আক্তার লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর ও যুব ছায়া সংসদের উদ্যোক্তা সংগঠক আতাউর রহমান মিটন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্য আদিবা কবির সৃষ্টি।
অধিবেশনে দ্বিতীয় পর্বে ‘জাতীয়ভাবে যুব সংসদ গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক যুব সংলাপ অনুষ্ঠিত হয়। এ পর্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আ. হামিদ, যুব সংগঠক রেজাউল করিম বাবু, রুহী দাস, পলাশ মাহমুদ, ফুড সেফটি মুভমেন্টের মহাসচিব মো. ইউনুছ আলী প্রমুখ।
এমএসএম / জামান
গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা
নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা, যান চলাচল শুরু
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক
শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়
বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি
ম্যাজিস্ট্রেটকে ‘আঙুল উঁচিয়ে’ হুমকি, রুমিন ফারহানাকে তলব
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের নির্মাণ অগ্রগতি পরিদর্শন করলেন সেতু সচিব
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা