ঢাকা বৃহষ্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

অভিনেত্রী ‘জবা’-কে বিয়ে করলেন নোবেল! মিডিয়ায় তোলপাড়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১:৩

কাউকে না জানিয়ে বিয়েটা সেরেই ফেলল ‘জবা বৌদি’!- এমন কথাবার্তাই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বলা হচ্ছে, ভারতীয় বাংলা সিরিয়াল ‘কে আপন কে পর’-এর অভিনেত্রী জবার সঙ্গে বিয়ে সেরে ফেললেন ‘সা রে গা মা পা’খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। কিন্তু কবে আর কিভাবে ঘটল এই ঘটনা? সত্যি কি তারা এখন বিবাহিত? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

বর্তমানে আধুনিক প্রযুক্তি দ্বারা খ্যাতনামাদের ছবি কাটাছেঁড়া করাটা যদিও নতুন ঘটনা নয়। তেমনই একটি ঘটনা ঘটল এই ক্ষেত্রেও। সংগীতশিল্পী নোবেলের এক বছর আগের একটি ছবি টেনে এনে কেউ একজন এমন অকল্পনীয় ঘটনা ঘটিয়ে বসলেন।

গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেলম্যান তার বোনের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায়, নোবেল ও তার বোন দুজনে একটিই ফুলের মালা গলায় দিয়ে আছেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবাখ্যাত অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিলেন সেই নেটাগরিক। তারপর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল।’

মন্তব্য বিভাগে একজন উপহাস করে লেখেন, ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রোগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি।’

আরেকজন লেখেন, ‘বিগত ১০ বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরো আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল।’ তবে কেউ কেউ তাদের বিয়ে নিয়ে সত্যিই উৎসাহী, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন।

এডিট করা ছবিটির আসলটি হলো ডানে- বোনের সঙ্গে নোবেল

যে ছবি থেকে বোনের মুখ কেটে অন্য ছবি তৈরি হলো- সেই ছবি নিয়ে আগেই নেটমাধ্যমে কটূক্তির শিকার হয়েছিলেন নোবেল। মেয়েটিকে নিজের বোন হিসেবে পরিচয় দেওয়ার পরেও তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। 

সম্প্রতি নিজের ফেসবুকে নানা বিদ্বেষমূলক পোস্ট দিয়ে তুমুল সমালোচিত হন নোবেল। পরে অবশ্য থানায় গিয়ে ভুল স্বীকার করে নিজের অসুস্থতার কথা বলে ক্ষমাও চেয়েছেন বিতর্কিত এই তরুণ গায়ক। 

পাশাপাশি জবা চরিত্রটিতে অভিনয়ের জন্য ‘পল্লবী শর্মা’-কেও বহুবার কটাক্ষ করা হয়েছে নেটপাড়ায়। কখনও ধারাবাহিকে কাঁচি দিয়ে বোমার তার কাটার জন্য, আবার কখনও আগুনের ওপর দিয়ে হেঁটে আগুন নেভানোর জন্য। আর এবার বিতর্কিত এই দুজনে এক ছবিতে বন্দি হয়ে শিকার হলেন কটাক্ষের।

সূত্র : আনন্দবাজার।

প্রীতি / জামান

‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন, তারাও পুরুষতন্ত্রের শিকার’

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা বাড়ল

Bongo-তে আসছে নতুন কমেডি-সাসপেন্স নাটক ‘Five Go Wild’

সুরের জাদুতে মোহিত এক সন্ধ্যা: ড. খান আসাদুজ্জামান-এর একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নেটিজেনদের নজর কেড়েছে কুসুম শিকদার

নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে : জয়া

বাবা-ছেলের আত্মোপলব্ধি ও নীরব ভালোবাসার এক আবেগময় গল্প

ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত সন্ধ্যায় মোহিত দর্শকশ্রোতা

আবারও ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম

‘এআই দিয়ে তৈরি ভিডিও বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’

অবশেষে আসছে মাইলস্টোন ট্রাজেডিতে মুক্তি পেছালো সিনেমা

লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের, তবুও নাচ থামালেন না

বিজেপির হয়ে হেরে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!