এবার ডাকাত সর্দার চরিত্রে দীপিকা
বহুমাত্রিক চরিত্রের অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন এবার ডাকাত রানি রূপমতি হয়ে পর্দায় আসছেন। এর আগে তিনি লীলা, আবার কখনো বাজিরাওয়ের মাস্তানি অথবা চিতরের রানি পদ্মাবতী হয়েছেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানাভাবেই পর্দায় হাজির করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।
বানসালি সামনে ‘বাইজু বাওরা’ সিনেমার কাজ শুরু করবেন। এই সিনেমাটিতেই দেখা ডাকাত চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এ বিষয়ে দীপিকা ও বানসালির মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়নি। সবকিছু ঠিকঠাক হলেই চুক্তিপত্র স্বাক্ষর হবে। বর্তমানে সবকিছু যে অবস্থায় রয়েছে তাতে দীপিকা এতে রাজি আছেন।
দীপিকা ছাড়াও বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীকে দেখা যাবে। সিনেমাটিতে গৌরী, তানসেন ও আকবর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো নির্ধারণ হয়নি। বানসালির টিম এটি নিয়ে পরিকল্পনা করছেন। অন্য শিল্পীদের সঙ্গেও আলোচনা চলছে। সিনেমায় কারা অভিনয় করবেন তা ঠিক হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
প্রীতি / জামান
বোল্ড লুকে ঝড় তুললেন মন্দিরা, লিখলেন— ‘তাদের মরতে দাও’
অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
পুরুষ করলে বাহবা পায় নারী করলেই দোষ : মালাইকা
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার?
কণ্ঠ দিয়ে চমকে দিলেন ফারিণ, ঝড় তুলল ‘মন গলবে না’
বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে’
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?